ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাগুরা- ১ আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান জেল হাজতে

প্রকাশিত: ০৩:০৪, ২৯ নভেম্বর ২০১৮

মাগুরা- ১ আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান জেল হাজতে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় পেট্রোলবোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনার মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা -১আসনের বিএনপির মনোনিত প্রার্থী মনোয়ার হোসেন খানের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দিযেছেন আদালত। মাগুরা -১আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরার বিঞ্জ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানী শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তথ্য থেকে জানাযায় , গত ২১ মার্চ ২০১৫ সন্ধ্যায় বিএনপি জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালে মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলা করে দুষ্কৃতিরা। এ সময় ট্রাকের চালক, হেলপাসহ ৯ শ্রমিক অগ্নিদগ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই রাতেই রওশন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় ট্রাক চালক ইমরান, শ্রমিক মতিন, শাহিন, শাকিল ৪ জন মারা যায়। এ ঘটনায় পর দিন ২২ মার্চ এএসআই আব্দুল সালাম মাগুরা সদর থানায় ২৬ জনকে আসামী করে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্ত শেষে মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক ১৬ আগস্ট ২০১৫ তারিখে মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, সহসভাপতি মনোয়ার হোসেন খান সহ ২৩ জনের বিরুদ্ধে মাগুরার আদালতে চার্জশীট দাখিল করেন। মনোয়ার হোসেন খানের আইনজীবী অ্যাড: শাহেদ হাসান টগর জানান , এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। রাষ্টপক্ষের আইনজীবী পিপি অ্যাড: কামাল হোসেন জানান , দীর্ঘ শুনানী শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন ।
×