ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘আমার বাবাকে আপনারা ভোট দেবেন না’

প্রকাশিত: ০৭:৩৯, ২৯ নভেম্বর ২০১৮

‘আমার বাবাকে আপনারা ভোট দেবেন না’

স্টাফ রিপোর্টার ॥ ‘আমার বাবাকে ভোট দেবেন না। বিএনপি-জামায়াত জোটের মতো একটা জঙ্গী এবং মানুষ পোড়ানোর জোটে আমার বাবার মতো একজন মুক্তিযোদ্ধা রিপ্রেজেন্ট করছে সেটা আমার জন্য লজ্জার। তাই আমার বাবাকে আপনারা ভোট দেবেন না’। চট্টগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম ইউসুফকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দিতে তার একমাত্র পুত্র নিয়াজ মোর্শেদ এলিট এভাবেই মীরসরাইবাসীর প্রতি আহবান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় এ আহবান জানান তিনি। নিজের একাউেন্টে পোস্ট করা বার্তাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। রাজনীতির মাঠে বিষয়টি নজর কেড়েছে অনেকের। ভিডিও বার্তায় বলা হয়, ‘আমি নিয়াজ মোর্শেদ এলিট, কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বাবা মনিরুল ইসলাম ইউসুফ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে বিএনপি-জামায়াত জোটের মনোনয়ন পেয়েছেন। আমি তার একমাত্র ছেলে হিসেবে আপনাদের বলছি, আমার বাবাকে আপনারা ভোট দেবেন না। আমি আবারও বলছি, আপনারা আমার বাবাকে ভোট দেবেন না। আমি কেন বলছি এর বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করি...।’ এলিট বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জীবন পার করেছি। বিএনপির মতো একটা সর্বহারা দল, বিএনপি-জামায়াত জোটের মতো একটা জঙ্গী এবং মানুষ পোড়ানোর জোটে আমার বাবার মতো একজন মুক্তিযোদ্ধা রিপ্রেজেন্ট করছে; সেটা আমার নিজের কাছে লজ্জা অনুভ‚ত হচ্ছে। আমি একটা জিনিস বলতে চাই, শুধুমাত্র লন্ডন কানেকশন থাকলে বা লন্ডনের সঙ্গে সম্পর্ক থাকলে নমিনেশন পাওয়া যায় এটা একটা উদাহরণ।’ ভিডিও বার্তায় সকলের প্রতি বাবাকে ভোট না দেয়ার আহবান জানিয়ে এলিট বলেন, ‘আমি চট্টগ্রাম-১ এর মীরসরাইরে সকল জনসাধারণের প্রতি আহবান জানাচ্ছি আপনারা বিএনপি-জামায়াত ধানের শীষ ও আমার বাবাকে বর্জন করুন। মীরসরাইতে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নৌকার মনোনীত প্রার্থীকে মীরসরাইতে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং বঙ্গবন্ধুর আদর্শকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমরা চাই যে এই দল এই জোট (বিএনপি-জামায়াত) বাংলাদেশের কোন জায়গায় যেন রিপ্রেজেন্ট করতে না পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে নিয়াজ মোর্শেদ এলিট সাংবাদিকদের বলেন, আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তাই আমার অবস্থান পরিষ্কার করা প্রয়োজন মনে করেছি। এ ক্ষেত্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে বেছে নিয়েছি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দল বর্ষীয়ান রাজনীতিক, সফল গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মীরসরাই আসনে মনোনয়ন দিয়েছে। তাকে জয়ী করার জন্য আমার পক্ষ থেকে যা যা করা দরকার আমি করব।
×