ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচন করছেন না মিন্টু, আলাল সোহেল

প্রকাশিত: ০৭:২৬, ২৯ নভেম্বর ২০১৮

নির্বাচন করছেন না  মিন্টু, আলাল  সোহেল

স্টাফ রিপোর্টার ॥ এবার জাতীয় সংসদ নির্বাচন করছেন না বিএনপির ৩ সিনিয়র নেতা আবদুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব-উন-নবী খান সোহেল। দলীয় মনোনয়ন পেলেও বুধবার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেননি বলে জানা গেছে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল। শায়রুল কবির জানান, আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে নিজের জন্য এবং ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন। আর সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চেয়েছিলেন বরিশাল-২ আসন অথবা বরিশাল-৫ আসন। আর ঢাকা-৮ আসনের মনোনয়ন চেয়েছিলেন হাবিব-উন-নবী খান সোহেল। কিন্তু তিন জনের কেউই মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেননি। তবে কী কারণে জমা দেননি সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি শায়রুল কবির খান। এদিকে দলীয় মনোনয়ন পেয়েও এ তিন সিনিয়র নেতা কেন নির্বাচন করেননি এ নিয়ে শুধু বিএনপির নেতাকর্মীই নয় দেশের সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
×