ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সময় ও প্রস্তুতি না থাকায় ইইউ প্রতিনিধিরা এবার আসবেন না

প্রকাশিত: ০৭:২২, ২৯ নভেম্বর ২০১৮

সময় ও প্রস্তুতি না থাকায় ইইউ প্রতিনিধিরা এবার আসবেন না

স্টাফ রিপোর্টার ॥ সময় ও প্রস্তুতি না থাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা এবারের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণে আসবেন না। বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে শেষে ইইউ রাষ্ট্রদূত রেন্সে রিতিঙ্ক সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, পর্যবেক্ষকের মতো বড় মিশন পাঠানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতির জন্য কমপক্ষে ৬ মাসের প্রয়োজন পড়ে। পর্যাপ্ত সময় নেই, তাই ইইউর সদস্য দেশগুলো নিয়ে এ বিষয়ে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে নির্বাচনে ছোট আকারে একটি এক্সপার্ট টিম পাঠানো হবে। তারা ৪০ দিন থাকবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নির্বাচন একটি চ্যালেঞ্জ। বাংলাদেশে ১০ কোটি ৪০ লাখের মতো ভোটার রয়েছে। ৪০ হাজারের উপরে ভোট কেন্দ্র রয়েছে। সেগুলো ম্যানেজ করা বড় চ্যালেঞ্জ। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মোঃ রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সে তিরিঙ্ক, ইইউর ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিড ওয়ার্ড উপস্থিত ছিলেন।
×