ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘২.০’

প্রকাশিত: ০৬:৪৮, ২৯ নভেম্বর ২০১৮

সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘২.০’

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি দিনে দিনে বেশ এগিয়ে গেছে। গোটা উপমহাদেশ তো বটেই এশিয়া মহাদেশ জুড়ে ভারতীয় সিনেমার বাজার এখন ব্যাপকভাবে বিস্তৃত। এর বাইরেও ইউরোপ আমেরিকার সিনেমা দর্শকরাও এখন ভারতের হিন্দী তামিল তেলেগু ভাষার উন্নত চলচ্চিত্র দেখার জন্য মুখিয়ে থাকেন। বলিউড এবং দক্ষিণী তামিল তেলেগু মালায়লাম সিনেমা আজকাল আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হলিউড কিংবা বিশ্বের উন্নত দেশের সিনেমার সঙ্গে পাল্লা দিচ্ছে। শত শত কোটি রুপী বাজেটে চোখ ধাঁধানো প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে এমন সব সিনেমা তৈরি হচ্ছে ভারতে যা বিশ্বব্যাপী আলোড়ন তুলছে দর্শকদের চমকিত করছে। এবারের ‘টু পয়েন্ট জিরো’ ছবিটি আরও বড় ধরনের চমক নিয়ে আসছে। ছবিটি নির্মিত হয়েছে ৫৪৩ কোটি রুপী বাজেটে। সম্ভবত ভারতের এ যাবতকালে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে নতুন এই সিনেমা ‘টু পয়েন্ট জিরো’। গুণী চিত্র নির্মাতা এস শংকর পরিচালিত বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, এমি জ্যাকসন, সুধাংশু পান্ডে, আদিল হুসেইন এবং অতিথি শিল্পী হিসেবে সানা চরিত্রে ঐশ্বরিয়া রাইকেও দেখা যাবে। ১৪৭ মিনিট দৈর্ঘ্যরে ছবিটিতে অত্যাধুনিক কারিগরি প্রযুক্তির নানা চমক থাকবে। যা আগের সিনেমার চমককেও ছাড়িয়ে যাবে। মূলত তামিল ভাষায় সিনেমাটির শূটিং করা হলেও ১৪টি বিভিন্ন ভাষায় ডাব করে মুক্তি দেয়া হচ্ছে। ‘টু পয়েন্ট জিরো’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অস্কারজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার এ আর রহমান। সাধারণত হলিউডে এ ধরনের অত্যাধুনিক প্রযুক্তির প্রকাশ সংবলিত সিনেমা নির্মিত হলেও ভারতও তেমন মানের সিনেমা নির্মাণে সক্ষম- এটা প্রমাণ করবে টু পয়েন্ট জিরো সিনেমাটি- এ কথা বলছেন ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। এ ছবিতে রজনীকান্ত তার স্বভাবজাত আধুনিক নায়কোচিত ইমেজ নিয়ে পর্দায় হাজির হবেন। সিক্যুয়ালের আগের সিনেমায় রোবোট বিজ্ঞানী এবং একটি রোবোটের দ্বৈত চরিত্রে তার অপূর্ব পারফরমেন্সও সব বয়সী দর্শককে আবিষ্ট করেছিল। রজনীকান্ত আবারও ওই দুটি চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলারে রজনীকান্তের স্মার্ট পারফরমেন্স দর্শকদের বিপুল কৌতূহলী করে তুলেছে। ৬৭ বছর বয়সী এই অভিনেতার ৪৩ বছরের অভিনয় জীবনে এ ছবিটি একটি অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে চলচ্চিত্র পর্যবেক্ষক ও বোদ্ধা সমালোচকদের অভিমত। ‘টু পয়েন্ট জিরো’ সিনেমায় ভয়ঙ্কর ভিলেন চরিত্রে আসছেন বলিউডের খিলাড়ি হিরোখ্যাত অক্ষয় কুমার। এখানে তার অভিনীত চরিত্রের নাম ড. রিচার্ড। অতিমানব এক ভয়ঙ্কর বিপজ্জনক চরিত্রে তার পারফরমেন্স সব দর্শককে শিহরিত এবং আতঙ্কিত করবে। এ ছবিতে তার ভয়ঙ্কর রূপ এবং গেট আপ দেখে দর্শক ভয়ে শিউরে উঠবেন সন্দেহ নেই। শুরুতে এ চরিত্রে দক্ষিণী আরেক কিংবদন্তি জনপ্রিয় অভিনেতা কমল হাসনের কথা ভাবা হয়েছিল। তিনি রাজি না হওয়ায় বলিউডের আমির খান, হৃত্বিক রোশানকেও প্রস্তাব দেয়া হয়। তারও ছবিটি করতে সম্মত হননি। এক পর্যায়ে হলিউড অভিনেতা আরলন্দ শোয়ার্জ নিমারকেও এ চরিত্রে কাস্ট করার ব্যাপারে তৎপর হয়েছিলেন এ ছবির নির্মাতাগোষ্ঠী। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অক্ষয় কুমার ভয়ঙ্কর সেই দানম মানব চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন। ‘টু পয়েন্ট জিরো’ ছবিতে নায়িকা নীলা চরিত্রে অভিনয় করেছেন সুন্দরী এবং গ্ল্যামার মডেল অভিনেত্রী এমি জ্যাকসন। তামিল তেলেগু সিনেমায় তাকে বেশিরভাগ সামনে নায়িকা চরিত্রে দেখা যায়। তবে মাঝে মধ্যে বলিউডে সিনেমায়ও অভিনয় করেন দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন। ‘এক দিওয়ানা থা’, ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’ ছবিগুলোতে এমির গ্ল্যামারাস এবং আবেদনময় পর্দায় উপস্থিতি দর্শকচিত্তে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ‘টু পয়েন্ট জিরো’র মতো একটি আলোচিত বিগ বাজেটের সিনেমা প্রধান নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ ২৭ বছর বয়সী এই তন্বী অভিনেত্রী ক্যারিয়ারের ভিন্ন মাত্রা যোগ করবে সন্দেহ নেই। ৬৭ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের বিপরীতে ২৭ বছর বয়সী নায়িকা এমি জ্যাকসনের জুটিবদ্ধ হয়ে অভিনয় অবিশ্বাস্য মনে হলেও তারা দু’জনই চমৎকারভাবে কাজটি করেছেন। ‘টু পয়েন্ট জিরো’ ছবিতে এমি জ্যাকসন সুপার গ্ল্যামারাস ইমেজে পর্দায় উপস্থিত হয়ে বাজিমাত করবেন সন্দেহ নেই। ভারতীয় সিনেমার ইতিহাসে সাফল্যের নতুন রেকর্ড গড়তে আসছে রজনীকান্ত অভিনীত এ ‘ছবি’ জানা গেছে। সাড়ে পাঁচ শ’ কোটি রুপী বাজেটে তৈরি ছবিটি এর মধ্যেই ৩৭০ কোটি রুপী আয় ঘরে তুলতে সক্ষম হয়েছে। ছবিটি মুক্তির পর বলা যাবে কতটা সফল হলো তা।
×