ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মলয় বিকাশ দেবনাথ

বাচিক শিল্পের নবধারা

প্রকাশিত: ০৬:৪৮, ২৯ নভেম্বর ২০১৮

বাচিক শিল্পের নবধারা

আশির দশকের শেষ দিকে। তখন শহরে টেলিভিশনের সংখ্যা বেশি থাকলেও গ্রামে ছিল একেবারে কম। এক পাড়ায় হাতে গোনা একটি বা দুটো। এখনকার মতো ২৪ ঘণ্টার অনুষ্ঠানসূচী তখন ছিল না। বাংলাদেশ টেলিভিশন প্রথম অধিবেশন ও দ্বিতীয় অধিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্প্রচার করত। তাই সময়ের অপেক্ষায় দর্শক নিজেদের তৈরি করে নিত। হাতের কাজ শেষ করে একটা উৎসবমুখর পরিবেশে সবাই টেলিভিশনের সামনে বসার জায়গা করে নিচ্ছে। কেউ কেউ আবার অনুষ্ঠানের গুরুত্ব অনুসারে টেলিভিশনটি বারান্দায় বসিয়ে উঠোনজুড়ে বসার ব্যবস্থা করে দিত। গম গম করতে থাকে সারা বাড়ি। বিজ্ঞাপন চলছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূল অনুষ্ঠান। ঠিক সে সময়টিতে জনপ্রিয় হয়েছিল কিছু বিদেশী সিরিয়াল। এবার শুরু হয়েছে নতুন ধারা। বিদেশী জনপ্রিয় সিরিয়ালগুলোকে বাংলায় ডাব করে এপিসোড আকারে দেখানো। দীপ্ত টিভির প্রযোজনা সুলতান সুলেমান দিয়ে শুরু হয়েছে এই ধারা। প্ল্যাটফর্মের কর্ণধার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সুলতান সুলেমান সিরিয়ালের সুলতান সুলেমান চরিত্রে কণ্ঠদানকারী শিল্পী দীপক সুমনের নির্দেশনায় জান্নাত প্রচারিত হচ্ছে। ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়ালগুলো। ভাল গল্প ও দক্ষ নির্মাণশৈলীর কারণে সহজেই দর্শকের হৃদয় কেড়েছে এসব বিদেশী সিরিয়াল। চ্যানেল আইয়ের বহুল আলোচিত টিভি সিরিয়াল ফরবিটেন লাভের বাংলা ভার্সন লুকানো ভালবাসা, মাছরাঙার ধারাবাহিক টিপু সুলতান ও দিরিলিস, এসএ টিভির ইউসুফ জুলেখা, দীপ্ত টিভির হাইল্যান্ডার, একুশে টিভির হাতিম ইত্যাদি। বর্তমানে এটিএন বাংলায় চলছে তুরস্কের বিখ্যাত সিরিয়াল জান্নাত। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে ৫ দিন রাত ৯-৩০ মিনিটে প্রচারিত হচ্ছে জান্নাত। ইতোমধ্যে জান্নাত চরিত্রে কণ্ঠ দেয়া শিল্পী শুভ্রা গোস্বামী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন বাচিক শিল্পী হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ হতে স্নাতক পাস করে বর্তমানে প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশন বিভাগে মাস্টার্স করেন। কারবালার কাহিনী সিরিয়ালে জারিয়ে চরিত্রে কণ্ঠ দেয়ার পাশাপাশি কারবালা কাহিনীর ডাবিং ডিরেক্টর হিসেবে শুভ্রা গোস্বামী কাজ করেছেন। এ ছাড়া ‘বিবি মরিয়ম ও ঈসা নবী সিরিয়ালে বিবি মরিয়ম চরিত্রে কণ্ঠ দিয়েছেন। তার অভিনীত মঞ্চনাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো চম্পকনগরের উপকথা, ফাদার পোস্ট মাস্টার প্রকৃতি চিত্রা ও অমলের চাড়ালনামা চাকা সিগাল, মানুষ ইত্যাদি। এ ছাড়া তীরন্দাজ প্রযোজিত বাদল সরকারের সারা রাস্তির ও মনোজ মিত্রের কাক চরিত্র নাটকের নির্দেশনা দিয়েছেন।
×