ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ২ ডিসেম্বর

প্রকাশিত: ০৬:৪৩, ২৯ নভেম্বর ২০১৮

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ২ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামী ২ ডিসেম্বর থেকে রাজশাহীতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু হচ্ছে। জেলা প্রশাসক এসএম আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেসির আওতাধীন এলাকায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের ২০১৯ সালের জন্য এই নবায়ন করা হবে। জেলা প্রশাসক জানান, রাজশাহী মহানগরীর অন্তর্ভুক্ত এলাকায় ২ ডিসেম্বর থেকে লাইসেন্স নবায়ন শুরু হয়ে শেষ হবে ১৪ ডিসেম্বর। তার কার্যালয় থেকে প্রতি সপ্তাহের রবিবার ও বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নবায়ন করা যাবে। এছাড়া বাঘা ও চারঘাট এলাকায় ৩ ডিসেম্বর, বাগমারা ও মোহনপুরে ৪ ডিসেম্বর, পুঠিয়া-দুর্গাপুরে ৬ ডিসেম্বর, তানোরে ১০ ডিসেম্বর, গোদাগাড়ীতে ১১ ডিসেম্বর, পবায় ১৩ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর সামরিক কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে।
×