ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন ॥ রিজভীর আশা

প্রকাশিত: ০৬:৪১, ২৯ নভেম্বর ২০১৮

খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন ॥ রিজভীর আশা

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, জনমনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ততই বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, আপীল বিভাগের রায় আছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর কে যোগ্য বা অযোগ্য সেটা ঠিক করবে ইসি। আর সেখানে যদি কোন সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটে তখন তা কেবল উচ্চ আদালতে আসতে পারে। এখন এ্যাটর্নি জেনারেল যা বলেছেন, তা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার শামিল। এমনকি তার বক্তব্য আপীল বিভাগের রায় দ্বারা সমর্থিত নয়। আপীল বিভাগের রায় অনুযায়ী যে কোন রিটার্নিং অফিসার খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা দিতে পারেন। আইনে তাতে কোন বাধা নেই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, খালেদা জিয়া অবশ্যই নির্বাচন করতে পারবেন। এ বিষয়ে আইনে কোন বাধা নেই। রিজভী বলেন, এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মন্তব্যে দেশবাসী স্তম্ভিত ও হতবাক। কারণ তিনি সাফ বলে দিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য। অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলায় দেয়া দ-ের বিরুদ্ধে তিনি আপীল করেছেন এবং তাতে তিনি স্থগিতাদেশ প্রার্থনা করেছেন। কিন্তু সেই বিষয়ে আদালত এখনও সিদ্ধান্ত দেয়নি। আদালত আপীল গ্রহণ করেছে কিন্তু কোন প্রকার শুনানি হয়নি, আদালত কোন প্রকার রুল বা আদেশ দেয়নি। তাহলে মাহবুবে আলম কীভাবে বলল খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। কাজেই এ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করতে চাই, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহীউদ্দীন খান আলমগীর, হুসেইন মুহম্মদ এরশাদের বিচারিক আদালতে সাজা হলেও আপীল চলমান অবস্থায় তারা নির্বাচন করেছেন কিভাবে? রিজভী বলেন, ইসির নেয়া সিদ্ধান্তের বৈধতা রিটে পরীক্ষা না করলেও আপীল বিভাগের নির্দেশনা আছে। বৈধতা পরখ করতে চাইলে ভোটের পরে করতে হবে, ভোটের আগে নয়।
×