ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচন নিয়ে খেলা করছে ॥ ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ০৬:৪১, ২৯ নভেম্বর ২০১৮

বিএনপি নির্বাচন নিয়ে খেলা করছে ॥ ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নয়, বরং নির্বাচন নিয়ে খেলা করছে বলে মনে করে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। দলটির নেতারা বলছেন, নির্বাচন নিয়ে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বুধবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটব্যুরো সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টের অব্যাহত ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে বৈঠকে নেতৃবৃন্দ বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ। কারণ একটি পক্ষ দেশজুড়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাবে। তারা চায় দেশে নির্বাচন না হোক। পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় বলা হয়, নির্বাচনের সকল রীতি নীতি বাদ দিয়ে বিএনপি তিনশ আসনের জন্য আটশ প্রার্থীকে চিঠি দিয়েছে। এর ওপরে ঐক্যফ্রন্টের প্রার্থী তো রয়েছেই। এতে প্রমাণিত হয় যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নয় বরং নির্বাচন নিয়ে খেলা করছে। তাদের এই খেলার পেছনে দেশী বিদেশী শক্তি কাজ করছে। সভায় সিইসির অপসারণ চেয়ে ড. কামালের দাবিকেও নির্বাচন বানচাল করার আরেকটি অপচেষ্টা বলে উল্লেখ করা হয়। ওয়ার্কার্স পার্টির সভায় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক শক্তিকে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান হয়।
×