ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চায় ইসলামী ঐক্যজোট

প্রকাশিত: ০৬:৪১, ২৯ নভেম্বর ২০১৮

আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চায় ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার ॥ আসন সমঝোতা না হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায় সদ্য ২০দলীয় জোট ছেড়ে আসা ইসলামী ঐক্যজোট। দলটির নেতারা বলছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তথা মহাজোটের কাছে পাঁচটি আসন চেয়েছেন। এখন পর্যন্ত মাত্র একটি আসনে আওয়ামী লীগ তাদের ছাড় দিলেও সেখানেই বর্তমান জাপার এমপিকেই মনোনয়ন দেয়া হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। এই প্রেক্ষাপটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নয় ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবে ইসলামী ঐক্যজোট। এই সময় পর্যন্ত আওয়ামী লীগের ছেড়ে দেয়া আসনে তাদের অবস্থান যদি একক না হয় তাহলে দলীয় প্রতীক ‘মিনার’ নিয়েই তারা মনোনয়ন দাখিল করা পাঁচ আসনেই নির্বাচন করবে। দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, ২০দলীয় জোট ছেড়ে এসে আমরা এখন আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চাই। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের কাছে পাঁচ আসন চেয়েছি। সবকটিতেই আমাদের যোগ্য প্রার্থী আছে। তারা সবাই মনোনয়ন পেলে বিজয়ী হবে। আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনটি ফজলুল হক আমিনীর ছেলে হাসনাম আমিনীর জন্য ছেড়েছে। কিন্তু সেখানে বর্তমান জাতীয় পার্টির এমপিকে বিরোধী দলের পক্ষ থেকে ফের মনোনয়ন দেয়া হয়েছে। এতে আমরা শেষ পর্যন্ত আসনটি পাচ্ছি কি না তা অনিশ্চিত। তিনি বলেন, মহাজোটের সমঝোতার জন্য আমরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে রাজি। সমাধান না হলে নিজ প্রতীক নিয়ে নির্বাচন করব। তিনি জানান, এ বিষয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলেছেন তারা। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে। যদি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে না আসে তাহলে ইসলামী ঐক্যজোটকে দাবি অনুযায়ী পাঁচটি আসনই দেয়া হবে।
×