ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমিরাতে দুই হাজার বাংলাদেশীর ভাগ্য আটকা পাসপোর্ট ভেরিফিকেশনে

প্রকাশিত: ০৬:৪০, ২৯ নভেম্বর ২০১৮

আমিরাতে দুই হাজার বাংলাদেশীর ভাগ্য আটকা পাসপোর্ট ভেরিফিকেশনে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ ভেরিফিকেশন ও ডেমগ্রাফিতে আটকে আছে সংযুক্ত আরব আমিরাতের প্রায় দুই হাজার বাংলাদেশীর ভাগ্য। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মুহাম্মদ ইমরানের অনুরোধে অবৈধ অভিবাসীদের জন্য চলতি সাধারণ ক্ষমার মেয়াদ একমাস বাড়ানো হলেও এ সময়েও পাসপোর্ট হাতে পায়নি তারা। দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের অধীনে আবেদন করা ৭৮৫ পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্যে দেশে আটকে থাকার কথা স্বীকার করেন কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান। চলতি সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হবে ৩০ নবেম্বর। সে হিসেবে আগামী ৩০ নবেম্বরের মধ্যে পাসপোর্টগুলো পাওয়া না গেলে এসব অবৈধ প্রবাসীদের বৈধ হবার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। উল্টো ওই সব প্রবাসীদের ভাগ্যে নেমে আসবে নির্মম হতাশা। ইউএই থেকে সাইফুল ইসলাম তালুকদার জানান, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত অফিসে ভেরিফিকেশন বা এসবি রিপোর্টের জন্য আটকা পড়েছে ৭৮৫ জনের পাসপোর্ট। আর এই সব ভুক্তভোগীরা কোন উপায় না পেয়ে দুবাই কনস্যুলেটে অফিসে ধর্ণা দিচ্ছে প্রতিদিন। এই বিষয়ে দুবাইতে নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদফতরের কাছে বিভিন্নভাবে যোগাযোগ করে যাচ্ছি সমস্যা সমাধান করার জন্য।’ যেসব জেলার ব্যক্তিগণ পাসপোর্টের আগ্রহ নিয়ে দিন গুনছে এবং পুলিশ বা এসবি ভেরিফিকেশনে আটকা পড়ে আছে নিচে দেয়া হলো: বাগেরহাট-২, বান্দরবান-১, বরগুনা-৩, বরিশাল-৯, ভোলা-১, বগুড়া-১, ব্রাহ্মণবাড়িয়া-২২, চাঁদপুর-৯, চাঁপাইনবাবগঞ্জ-৭, চট্টগ্রাম-১৭৩, চুয়াডাঙ্গা-৮, কক্সবাজার-৬৪, কুমিল্লা-১৪৭, ঢাকা-২৬, দিনাজপুর-১, ফরিদপুর-৬, ফেনী-১২, গাইবান্ধা-১, গাজীপুর-১৫, গোপালগঞ্জ-৩, হবিগঞ্জ-৪১, যশোর-৬, ঝালকাঠি-২, ঝিনাইদাহ-৩, জয়পুরহাট-১, খুলনা-২, কিশোরগঞ্জ-৬, কুষ্টিয়া-৩, লক্ষ্মীপুর-২৭, মাদারীপুর-১, মাগুরা-১, মানিকগঞ্জ-১৪, মেহেরপুর-১, মৌলভীবাজার-২৪, মুন্সীগঞ্জ-৫, ময়মনসিংহ-১৬, নাটোর-২, নোয়াখালী-১৫, পটুয়াখালী-৫, রাজশাহী-২, শরীয়তপুর-৬, শেরপুর-২, সিলেট-৪০, সুনামগঞ্জ-৮ এবং টাঙ্গাইলের-২ জন। আগামী ৩০ নবেম্বরের মধ্যে এসব পাসপোর্ট তারা হাতে না পেলে আমিরাত সারকার ঘোষিত গত ১ আগস্ট থেকে ১ ডিসেম্বর তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমার সুবিধা থেকে বঞ্চিত হবে শত শত বাংলাদেশী। তাই এই সমস্যা সমাধানের জন্য ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
×