ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মনোনয়নপত্র জমা দিলেন জাপার ৩৫ ও সিপিবির ৭৫ প্রার্থী

প্রকাশিত: ০৬:০৪, ২৯ নভেম্বর ২০১৮

মনোনয়নপত্র জমা দিলেন জাপার ৩৫ ও সিপিবির ৭৫ প্রার্থী

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রার্থীরা ৭৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জাতীয় পার্টির পক্ষ থেকে ৩৫ জন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে। সিপিবি ৭৫ আসনে মনোনয়ন জমা ॥ শেষ খবর পাওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কাস্তে মার্কার প্রার্থীরা ৭৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া কাস্তে মার্কা নিয়ে বাম গণতান্ত্রিক জোটের অন্যান্য দলের ২ জন প্রার্থীও আজ মনোনয়নপত্র জমা দিয়েছে। সিপিবির পক্ষ থেকে ৮৩ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হলেও এ সময়ের মধ্যে জামানত ও সিডি কেনার টাকা জোগাড়সহ অন্যান্য জটিলতায় শেষ পর্যন্ত সকলের মনোনয়নপত্র জমা দেয়া সম্ভব হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। জাপার প্রার্থী ॥ জাপার যেসব উল্লেখযোগ্য সিনিয়র নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন- হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ থেকে রংপুর-৩ ও ঢাকা ১৭, রওশন এরশাদ ময়মনসিংহ ৪ ও ৭, জিএম কাদের লালমনিরহাট-৩, কাজী ফিরোজ রশিদ ঢাকা-৬, সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা-৪, শফিকুল ইসলাম সেন্টু ঢাকা-১৩, ফখরুল ইমাম ময়মনসিংহ-৮, সুনীল শুভ রায় খুলনা-১, মেজর অব খালেদ আখতার লালমনিরহাট-১, মীর আব্দুস সবুর আসুদ ঢাকা-৫, আজম খান নরসিংদী-২ ও নারায়ণগঞ্জ-১, শেখ সিরাজুল ইসলাম মুন্সীগঞ্জ-১, এটিইউ তাজ রহমান সিলেট-৪, রেজাউল ইসলাম ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া-২, কাজী মামুনুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-৫, মিজানুর রহমান বরগুনা-২, মোঃ নোমান মিয়া মুন্সীগঞ্জ-২, এসএম ফয়সল চিশতী ঢাকা-১১, জহিরুল আলম রুবেল মানিকগঞ্জ-২, লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩, সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫, লিয়াকত হোসেন নারায়ণগঞ্জ-৩, জিএম বাবু ম-ল বগুড়া-৮, মাসুদ পারভেজ সোহেল রানা বরিশাল-২, আমানত হোসেন আমানত ঢাকা-১৬, মোস্তাকুর রহমান মোস্তাক ঢাকা-১৪, শামসুল হক ঢাকা-১৫ এবং হাজী নাসির ঢাকা-১২।
×