ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির মনোনয়ন প্রত্যাশী পিন্টুসহ ১১ জন রিমান্ডে

প্রকাশিত: ০৬:০২, ২৯ নভেম্বর ২০১৮

বিএনপির মনোনয়ন প্রত্যাশী পিন্টুসহ ১১ জন রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ সাপের বিষসহ গ্রেপ্তার বিএনপির পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী জাকারিয়া পিন্টুসহ ১১ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- পঞ্চগড়ের লিটন রহমান, ঢাকার আসাদ চৌধুরী, বরিশালের ফিরোজ মাহমুদ, গোপালগঞ্জের রণজিৎ সেন, রাজধানীর পল্টনের কমলেশ মুখার্জী, রামপুরার সদর উদ্দিন, চকবাজারের মাহফুজ হক, মানিকগঞ্জের মোঃ আনিছ, চাঁদপুরের সৈয়দ হোসেন, শেরেবাংলা নগরের হামিম ওরফে শুভ্র। মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আবু সাঈদ আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের সংঘবদ্ধ সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য এবং দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে বিদেশ হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মূল্যবান সাপের বিষ বাংলাদেশে এনে ঢাকাসহ বিভিন্নস্থানে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। আসামিপক্ষের আইনজীবী মোসলেহ উদ্দিন জসীমসহ কয়েক আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, পুলিশ বলছে, সাপের বিষসহ আসামিদের গ্রেফতার করা হয়েছে। রাসায়নিক পরীক্ষা ছাড়া তারা কিভাবে বুঝলেন এটা সাপের বিষ। এটা তো আপেলের রসও হতে পারে। তারা আরও বলেন, তাদের অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডের কোন যৌক্তিকতা নেই। গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করতে হয়। সেখানে প্রায় ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের আদালতে হাজির না করার জন্য তদন্ত কর্মকর্তাসহ যারা এর সঙ্গে জড়িত তাদের শোকজ করার আবেদন করেন আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুইদিন করে রিমান্ডের আদেশ দেয়। গত সোমবার র‌্যাব-১০ রাজধানীর মিরপুর মডেল থানাধীন পশ্চিম মনিপুর থেকে তিন কোটি টাকা মূল্যের সাপের বিষসহ তাদের আটক করে।
×