ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতায় কিছুটা ঘাটতি রয়েছে ॥ ইকবাল মাহমুদ

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ নভেম্বর ২০১৮

দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতায় কিছুটা ঘাটতি রয়েছে ॥ ইকবাল মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতায় কিছুটা ঘাটতি রয়েছে। আমাদের তদন্তের মান আপ-টু-দ্য মার্ক নয়, কাক্সিক্ষত মানের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। এ কারণেই হয়তো কমিশনের মামলায় শতভাগ সাজা নিশ্চিত করা যাচ্ছে না। এমনটাই মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। এর কোন বিকল্প নেই বলেও জানান। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট (স্ট্রেনদেনিং অব ল, প্রোগ্রাম) এর টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট লকারির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে তিনি এসব কথা বলেন।
×