ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবে না ভারত

প্রকাশিত: ০৫:৫৬, ২৯ নভেম্বর ২০১৮

পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবে না ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসী কর্মকা- বন্ধ না করা পর্যন্ত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সম্মেলনে যোগ দেবে না দিল্লী। বুধবার সুষমা বলেন, কর্তাপুর করিডর পদক্ষেপের অর্থ এই নয় যে, পাকিস্তানের সঙ্গে আবারও দ্বিপাক্ষিক আলোচনা শুরু হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। সার্কে যোগ দেয়ার জন্য পাকিস্তানের আমন্ত্রণের কড়া জবাব দিয়ে সুষমা বলেন, পাকিস্তান সন্ত্রাসী কর্মকা- বন্ধ না করা পর্যন্ত সম্মেলনে যোগ দেবে না ভারত। কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, ইসলামাবাদ ভারতে সন্ত্রাসী কর্মকা- বন্ধ করলেই আলোচনা শুরু হবে। তিনি বলেন, পাকিস্তান যে মুহূর্তে ভারতে তাদের সন্ত্রাসী কর্মকা- বন্ধ করবে, তখনই আলোচনা শুরু হবে কিন্তু কর্তাপুর করিডোরের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। বুধবার দুই দেশের সীমান্তে যখন ওই করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে ঠিক তখনই সুষমা স্বরাজ এ কথা বললেন। ওই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারতের দুই কেন্দ্রীয় নেতা অংশ নেন। এর আগে মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদে আসন্ন সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হবে। এদিকে এই সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সেটির তারিখ এখনও নির্ধারিত হয়নি।
×