ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এরশাদ সুস্থ, শীঘ্রই বাসায় ফিরবেন

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ নভেম্বর ২০১৮

এরশাদ সুস্থ, শীঘ্রই বাসায় ফিরবেন

স্টাফ রিপোর্টার ॥ জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা-গুঞ্জন। সকলের প্রশ্ন নির্বাচনকে সামনে রেখে তিনি হাসপাতালে ভর্তি কেন। ২০১৪ সালের নির্বাচনের সময়ও তিনি বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে কারণ যাই হোক জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভাল আছেন, সুস্থ আছেন। তিনি নিয়মিত চিকিৎসায় সিএমএইচে আছেন। দু-একদিনের মধ্যেই হুসেইন মুহম্মদ এরশাদ বাসায় ফিরবেন বলেও জানান তিনি। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাওলাদার বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের চিকিৎসা নেন। কিন্তু বর্তমান অবস্থায় তার সিঙ্গাপুরের চিকিৎসা নেয়ার প্রয়োজন নেই। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক অনির্ধারিত ব্রিফিংএ হাওলাদার আরও বলেন, জাপা চেয়ারম্যানের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। তিনি ভাল আছেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, একটি কুচক্রী মহল হীন উদ্দেশ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অপপ্রচার চালাচ্ছে। যার সঙ্গে সত্যের কোন সম্পর্ক নেই, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, চক্রটি কিছু মানুষকে ভাড়া করে এনে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিষোদগার করছে। জাতীয় পার্টি একটি বড় দল, সবাইকে মনোনয়ন দেয়া সম্ভব না। আবার মহাজোটের কথা বিবেচনায় রেখেও, ছাড় দিতে হচ্ছে। তাই অনেকেই মনোনয়ন না পেয়ে, ক্ষোভে অসত্য এবং বানোয়াট অভিযোগ তুলছেন। গত কয়েকদিন ধরে মনোনয়ন বঞ্চিত হয়ে দলের কয়েকজন প্রার্থী বনানী কার্যালয়ের সামনে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। তারা প্রত্যেকেই মনোনয়ন নিশ্চিত করার জন্য এরশাদসহ রুহুল আমিন হাওলাদারকে অর্থ দেয়ারও অভিযোগ করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবারে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলো।
×