ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খোকাসহ ৪ জনের দশ বছর করে কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ নভেম্বর ২০১৮

খোকাসহ ৪ জনের দশ বছর করে কারাদণ্ড

কোর্ট রিপোর্টার ॥ বনানী সুপার মার্কেটের গাড়ি পার্কিং এরিয়া ইজারাদানে দুর্নীতির দায়ে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ চারজনকে ১০ বছর করে কারাদ- দেয়া হয়েছে। এছাড়া খোকাকে ২০ লাখ টাকা এবং অন্যদের ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। বুধবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান মামলার রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত অন্যরা হলেনÑ ঢাকা সিটি কর্পোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলাক কার পার্কিংয়ের ম্যানেজার এইচ এম তারেক আতিক। আসামিরা পলাতক থাকায় আত্মসমর্পণের পর অথবা গ্রেফতার হওয়ার পর থেকে দ- কার্যকর হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়। অভিযোগপত্রে বলা হয়, ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সর বেসমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়। জমা পড়া চারটি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামের একজন বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু তখনকার মেয়র সাদেক হোসেন খোকা ক্ষমতার অপব্যবহার করে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এর মাধ্যমে ২০০৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের ত্রিশ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ক্ষতি হয়।
×