ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড. কামালের দাবিকে ‘ননসেন্স’ বললেন মুহিত

প্রকাশিত: ০৫:৫৪, ২৯ নভেম্বর ২০১৮

ড. কামালের দাবিকে ‘ননসেন্স’ বললেন মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার পরিবর্তন চেয়ে ড. কামাল হোসেনের দাবিকে ননসেন্স মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সিইসির পদত্যাগের জন্য ড. কামাল হোসেন যে দাবি তুলেছেন সেটি একটি অহেতুক দাবি। এই দাবির কোন ভিত্তি নেই। এটি একটি ননসেন্স দাবি। বুধবার দুপুরে সিলেট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া তার ছোট ভাই ড. এ কে আবদুল মোমেনের মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, গত নির্বাচন থেকে এই নির্বাচনের জয় আরও সহজ হবে। এবার নৌকা অনায়াসেই জিতবে। দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, মানুষ তার মূল্যায়ন করবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির এ দাবি সত্য নয়। ‘তারা ননসেন্স’। নির্বাচনে সারাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। তিনি আরও বলেন, নিজেদের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ তুলেছে তাও সত্যি নয়। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ খুব ভাল রয়েছে। যে যাই বলুক না কেন এবার সংঘাতপূর্ণ পরিবেশ নেই। সদর ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ মর্যাদার এ আসনে নৌকা নিয়ে নির্বাচন করবেন মোমেন। ড. মোমেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত। বর্তমানে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
×