ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনের টুকিটাকি ॥ ড. কামাল শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন না

প্রকাশিত: ০৫:৫৩, ২৯ নভেম্বর ২০১৮

নির্বাচনের টুকিটাকি ॥ ড. কামাল শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন না

রশিদ মামুন ॥ ভোটের মাঠে নামছেন না ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি একাদশ সংসদ নির্বাচনে কোন আসনেই প্রার্থী হচ্ছেন না। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুপস্থিতিতে ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বেই বিএনপি এবার নির্বাচনে অংশ নিচ্ছে। তবে নির্বাচনে প্রার্থী হওয়া থেকে নিজেকে সরিয়ে নেয়ায় এক ধরনের হতাশা রয়েছে। অনেকেই বলছেন, বিএনপির ঝিমিয়ে পড়া রাজনীতিকে চাঙ্গা করে দিয়েছেন ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্ট না গঠন হলে বিএনপি শেষ পর্যন্ত ভোটে আসত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ড. কামল হোসেনের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ভোটের মাঠ তার পক্ষে কথা বলেনি খুব একটা। আর আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম গঠনের পরের ইতিহাস সকলেই জানেন। না, তিনি নিজে কিংবা তার দল কেউই ভোটের মাঠে কোন প্রভাব রাখতে পারেন বলে মনে করা হয় না। আইনজীবী হিসেবে তিনি যতটা সফল নির্বাচনে প্রার্থী হিসেবে ঠিক তার উল্টো। দেশের শ্রদ্ধেয় প্রবীণ এই আইনজীবীর ভোটের মাঠের লড়াইয়ের চিত্র বলছে কেবলমাত্র সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছেড়ে দেয়া আসনের উপনির্বাচনে অংশ নিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম সংসদ সদস্য হয়েছিলেন। এর পরে ভোটের লড়াইয়ে তিনি আর জয় পাননি। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে মিরপুর আসনে প্রার্থী হয়ে তিনি হারুন অর রশিদ মোল্লার কাছে পরাজিত হন। কারসাজির সেই নির্বাচনে সূক্ষ্ম কারচুপির অভিযোগ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তখন কামাল হোসেন বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছিলেন। সেখান থেকেই ড. কামাল হোসেনের সঙ্গে আওয়ামী লীগের দূরত্বের সূত্রপাত। এর পর ড. কামাল গণফোরাম গঠন করেও রাজনীতির মাঠে সাড়া ফেলতে পারেননি। তবে ২০১৮ তে বিএনপির সঙ্গে আবার জোট গড়ায় কামাল হোসেনকে সংসদে দেখা যাবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু নির্বাচনে কামাল হোসেন জয় পাবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল। তবে সেই সন্দেহ থেকে সারা জাতিকে মুক্তি দিলেন কামাল হোসেন। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বুধবার ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকদের কামাল হোসেনের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বলেন, একাদশ সংসদ নির্বাচনে আমাদের গণফোরামের সভাপতি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন কোন আসনেই প্রার্থী হচ্ছেন না। এ ব্যাপারে বিভ্রান্তির কোন অবকাশ নেই। সুব্রত বলেন, আমাদের সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন। ফ্রন্ট তিনি পরিচালনা করছেন। তিনি আগেও বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য তিনি ঐক্য করেননি। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জাতির স্বার্থে তিনি এই ঐক্যে শরিক হয়েছেন। কামাল হোসেন নির্বাচনে অংশ না নিলেও তার মেয়ে ব্যারিস্টার সারা হোসেন নির্বাচনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে তিনিও এখন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। ফলে কামাল হোসেন বা তার পরিবারের কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না সেটি স্পষ্ট। গণফোরাম যে প্রচার চালাচ্ছে তাতে বলা হচ্ছে নিজের জন্য নয়, দেশের সকলের জন্যই কামাল হোসেন ঐক্যফ্রন্ট গঠন করেছেন।
×