ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর বড় জয় বিজয় দিবস হকিতে

প্রকাশিত: ০৪:৩৫, ২৯ নভেম্বর ২০১৮

সেনাবাহিনীর বড় জয় বিজয় দিবস হকিতে

স্পোর্টস রিপোর্টার ॥ এসআইবিএল বিজয় দিবস হকি প্রতিযোগিতায় বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় বিকেএসপি ৩-০ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারায়। বিজয়ী দলের মেহরাব হাসান ২টি এবং জাহিদ হোসেন ১টি করে গোল করেন। অপর খেলায় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশকে ১১-০ গোলে হারায়। বিজয়ী দলের মিলন হোসেন ৩টি গোল করেন। জোড়া গোল করেন হাসান যুবায়ের নিলয় এবং শুভ কুমার ঘোষ। ১টি করে গোল করেন নাইম উদ্দিন, রিপন কুমার, পুস্কর ক্ষিসা মিমো এবং নাইম উদ্দিন। প্রিমিয়ার বাস্কেটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হরনেটস স্পোর্টস রিপোর্টার ॥ ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে হরনেটস এসসি। বুধবার ঢাকার ধানম-ির উডেন ফ্লোর বাস্কেটবল জিমনেশিয়ামে অনুষ্ঠিত সমাপনী খেলায় তারা ৬৩-৫০ পয়েন্টে রেঞ্জার্সকে হারায়। এটা হরনেটস্রে প্রথম শিরোপা। ৭ ম্যাচে সবকটিতে জিতে ১৪ পয়েন্ট হরনেটসের। রানার্সআপ রেঞ্জার্সের সংগ্রহ সমান ম্যাচে ১৩ পয়েন্ট। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল প্রাইজমানি হিসেবে যথাক্রমে লাভ করে ৩০ হাজার এবং ২০ হাজার টাকা। এ্যান্ডারসনকে হটিয়ে শীর্ষে রাবাদা স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের ডানহাতি পেসার জেমস এ্যান্ডারসনকে হটিয়ে আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিং-এর শীর্ষস্থান দখলে নিলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ৮৮২ রেটিং নিয়ে শীর্ষে উঠে এসেছেন ডানহাতি পেসার। ৮৭৪ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন এ্যান্ডারসন। সদ্যই শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে বল হাতে জ্বলে উঠতে পারেননি এ্যান্ডারসন। প্রথম দু’টেস্টের চার ইনিংসে মাত্র ১ উইকেট শিকার করেছেন তিনি। তৃতীয় টেস্টে খেলতেই পারেননি। ফলে পুরো সিরিজে পারফর্মেন্সের বিচারে র‌্যাঙ্কিং-এ অবনতি হয় এ্যান্ডারসনের। এই সুযোগে আবারও শীর্ষে ওঠেন রাবাদা। গত জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন রাবাদা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৮৮২ রেটিং নিয়ে শীর্ষে ওঠেন তিনি। এরপর আগস্টে লর্ডসে ভারতের বিপক্ষে ম্যাচে ৪৩ রানে ৯ উইকেট নিয়ে রাবাদাকে সরিয়ে শীর্ষস্থান দখলে নেন এ্যান্ডারসন।
×