ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শামসুরের সেঞ্চুরি, এবাদতের ৬ উইকেট শিকার

বিসিএলে পূর্বাঞ্চলের রানের পাহাড়

প্রকাশিত: ০৪:৩৪, ২৯ নভেম্বর ২০১৮

বিসিএলে পূর্বাঞ্চলের রানের পাহাড়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে বুধবার। প্রথমদিনেই রানের পাহাড় গড়ার পথে এগিয়ে গেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩১৪ রান করে ফেলেছে পূর্বাঞ্চল। তা সম্ভব হয়েছে ওপেনার শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে। ১৫৩ রানের ইনিংস খেলেন শামসুর। একইদিনে প্রথম রাউন্ডে জেতা ওয়ালটন মধ্যাঞ্চলকে বিপাকে ফেলেছেন পেসার এবাদত হোসেন। তিনি ৬ উইকেট শিকার করেছেন। মধ্যাঞ্চলও প্রথম ইনিংসে ২২০ রানে গুটিয়ে গেছে। এরপর ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৭২ রান করে বিসিবি উত্তরাঞ্চল। ১৪৮ রানে পিছিয়ে উত্তরাঞ্চল। পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল (রাজশাহী) ॥ দ্বিতীয় রাউন্ডে পূর্বাঞ্চলের শুরুটাই হয় দুর্দান্ত। দুই ওপেনার রনি তালুকদার ও শামসুর রহমান মিলে ৯২ রানের জুটি গড়ে ফেলেন। এমন মুহূর্তে ৫৩ রান করা রনি আউট হলেও শামসুর ঠিকই উইকেট আঁকড়ে থাকেন। ১৬৭ রানে তিন উইকেট পড়ার পর তাসামুল হককে নিয়ে চতুর্থ উইকেটেও ৯৯ রানের জুটি গড়েন শামসুর। ততক্ষণে ১৬৭ বলে ১০০ ও ২২০ বলে ১৫০ রানও করে ফেলেন শামসুর। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৬তম সেঞ্চুরি করেন। আর ৩ রান যোগ করতেই দলের ২৬৬ রানে গিয়ে ২২৮ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১৫৩ রান করে আউট হন শামসুর। তিনি আউটের পর মনে হয়েছে পূর্বাঞ্চলের রানের গতি একটু ঝিমিয়ে পড়বে। কিন্তু তাসামুল ও ইয়াসির আলী মিলে পঞ্চম উইকেটেও দেখান ঝলক। দুইজন মিলে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। আর কোন উইকেট পড়তে দেননি। তাসামুল ৪৭ ও ইয়াসির ২৬ রানে ব্যাট করছেন। আজ দ্বিতীয়দিনে এ দুই ব্যাটসম্যান দলকে আরও বহুদূর নিয়ে যেতেই ব্যাট হাতে নামবেন। দক্ষিণাঞ্চলের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক নেন ৩ উইকেট। মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল (বগুড়া) ॥ দেশের একমাত্র লংগার ভার্সন ফ্র্যাঞ্চাইজি এ লীগের প্রথম রাউন্ডে দাপটের সঙ্গেই জিতে মধ্যাঞ্চল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে প্রথম ইনিংসে দলের ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেননি। পেসার এবাদত হোসেন ব্যাটসম্যানদের উইকেট আঁকড়ে থাকতে দেননি। তিনি একাই ৬ উইকেট নিয়েছেন। তাতে করে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ২২০ রানেই অলআউট হয়ে যায়। আব্দুল মজিদ শুধু ব্যাট হাতে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে ৭৬ রান করতে পেরেছেন। এরপর প্রথম ইনিংসে ব্যাট হাতেও উজ্জ্বলতা ছড়াচ্ছেন উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা।
×