ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাল শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ, নেই গ্যাব্রিয়েল

মিরপুর টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে সতর্ক বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩১, ২৯ নভেম্বর ২০১৮

মিরপুর টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে সতর্ক বাংলাদেশ

মিথুন আশরাফ ॥ আর একদিন বাকি। আজকের দিনটি যেতেই শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাবে মিরপুর টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু হবে। চট্টগ্রাম টেস্ট জিতলেও মিরপুর টেস্ট নিয়ে সতর্ক বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে নেই ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী পেসার শ্যানন গ্যাব্রিয়েল। তবে বাকিদের নিয়েও আছে ভাবনা। সেই ভাবনা হচ্ছে আসলে ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞ দল বলেই। মিরপুরের উইকেট ‘আনপ্রেডিক্টেবল’ বলেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা যে কোন সময় উজ্জ্বলতা ছড়াতে পারেন। সেই সম্ভাবনা আছে বলেই। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানই যেমন বলেছেন, ‘ওদের ছোট করে দেখার কিছু নেই। আমি নিশ্চিত যে ওরা আরও শক্তিশালী হয়ে ফেরার চেষ্টা করবে। আমাদের আরও ভাল প্রস্তুতি নিতে হবে এবং আরও ভাল পারফর্ম করতে হবে। চিটাগংয়ের চাইতেও ভাল পারফর্ম করতে হবে। ওদের কোয়ালিটি বোলার আছে, যারা আমাদের বিপদে ফেলতে পারে। আমাদের আসলে ওই ধরনের প্রস্তুতি রাখতে হবে।’ মোহাম্মদ মিঠুন জানান, ‘টিম হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ভাল, এতে কোন প্রশ্ন নাই। ওদের সঙ্গে ভাল করতে হবে আমাদের, বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে। এমন না যে খারাপ খেলেও ওদের সঙ্গে জিতে যাব। টিম যেটাই হোক, ইন্টারন্যাশনাল সব টিমই শক্তিশালী। সেখানে রেজাল্ট করতে হলে অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে।’ গ্যাব্রিয়েল নেই। যিনি প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটসম্যানদের ভুগিয়েছেন। গ্যাব্রিয়েল না থাকাটা শেষ পর্যন্ত স্বস্তিদায়কই। মিরপুর টেস্টে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিষিদ্ধ হয়েছেন তিনি। ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গ্যাব্রিয়েলকে এই নিষেধাজ্ঞা দেয়। চট্টগ্রাম টেস্টের প্রথমদিন অশোভন আচরণ করে ডিমেরিট পয়েন্ট পান এই পেসার। বাংলাদেশ ইনিংসের অষ্টম ওভারে ওপেনার ইমরুল কায়েস রান নেয়ার সময় তাকে ইচ্ছে করে দু’বার ধাক্কা দেন গ্যাব্রিয়েল, যেটা আম্পায়ারের চোখ এড়ায়নি। দিনশেষে আম্পায়াররা গ্যাব্রিয়েলের বিরুদ্ধে ম্যাচ রেফারি বরাবর অভিযোগ তোলেন। তারা তাদের অভিযোগে উল্লেখ করেন, তাদের মনে হয়েছে ইচ্ছে করলেই শারীরিক ওই সংঘর্ষ এড়িয়ে যেতে পারতেন ক্যারিবীয় পেসার। ম্যাচ রেফারি ডেভিড বুনের সামনে নিজের দোষ স্বীকার করে নেন গ্যাব্রিয়েল। তাই শুনানির প্রয়োজন পড়েনি। তবে তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। পাশাপাশি ম্যাচ ফি’র ৩০ ভাগ জরিমানাও করা হয়। এর আগে গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে তিনটি ডিমেরিট পয়েন্ট আর ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা হয়েছিল গ্যাব্রিয়েলের। আর আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে মোট পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় এক টেস্ট নিষিদ্ধ হলেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী, চারটির বেশি ডিমেরিট পয়েন্ট অথবা দুটি সাসপেনশন পয়েন্ট পেলে কোন খেলোয়াড় এক টেস্ট বা দুই ওয়ানডে অথবা দুই টি২০তে নিষিদ্ধ হবেন। গ্যাব্রিয়েল না থাকায় এ্যাডভান্টেজ পাবে বাংলাদেশই। তাই মনে করেন মিঠুন। বলেছেন, ‘গ্যাব্রিয়েল ফ্ল্যাট উইকেটের মধ্যেও অনেক ভাল বোলিং করেছে। ও ভাইটাল উইকেটগুলো নিয়েছে। অবশ্যই আমাদের একটা এ্যাডভান্টেজ থাকবে। কেমার রোচ যেমন নতুন বলে ইফেক্টিভ। কিন্তু পুরান বলে গ্যাব্রিয়েলের মতো এতটা ইফেক্টিভ না। অবশ্যই একটা এ্যাডভান্টেজ থাকবে।’ অবশ্য বাংলাদেশ এখন সতর্ক থাকলেও সিরিজ জয় অথবা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা নিয়েও ভাবছে। যেহেতু ২০০৯ সালের পর আবার ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারানোর সুযোগ মিলেছে। হোয়াইটওয়াশ করার সুযোগ মিলেছে। সেই সুযোগ কাজেও লাগাতে চান বাংলাদেশ ক্রিকেটাররা। সিরিজ জয়ে পুরোপুরি আশাবাদী বিসিবির নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘ঢাকার উইকেট কিন্তু ডিফরেন্ট আছে। ঢাকার উইকেট বোঝা মুশকিল আছে। সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু আমাদের চাইতে অনেক অনেক বেশি এক্সপেরিয়েন্স এবং ওদের ক্যাপাবিলিটি আছে যে কোন জায়গায় জেতা। আমরা প্রথম ম্যাচটা জিতে গিয়েছি। তো হাল্কা করে চিন্তা করার সুযোগ নেই। সেই হিসেবে মনে করি আমরা যদি নেক্সটে বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, ইনশাল্লাহ সিরিজ জয়ে আমি পুরোপুরি আশাবাদী।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে ৯ বছর আগে জিতেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল। সেবার প্রথম টেস্টের শুরুতেই মাশরাফি বিন মর্তুজা ইনজুরিতে পড়ায় সাকিব নেতৃত্ব দেন। সফল হন। পরের টেস্টেও সাফল্য পান। এবার যখন ওয়েস্ট ইন্ডিজ ৬ বছর পর বাংলাদেশের মাটিতে খেলতে এসেছে, সাকিবই অধিনায়ক। প্রথম টেস্ট জিতেও নিয়েছেন। সিরিজ হারার কোন অপশনই নয়। এখন হয় ড্র নয়তো সিরিজ জয়, নয়তো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুযোগ আছে। স্বাভাবিকভাবেই সর্বোচ্চ সুযোগই নেবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করার ভাবনাই কাজ করছে। সাকিব বলেছেন, ‘আত্মবিশ্বাস তো থাকবেই। পুরো দলই ভাল খেলেছে (চট্টগ্রামে)। গুরুত্বপূর্ণ জিনিস হয় কি, ম্যাচ জয়ের পর দলের আত্মবিশ্বাস অন্যরকম থাকে। আশাকরি ওটা ধরে রাখতে পারব।’
×