ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুদিনের সফরে আইএএফ সভাপতি ঢাকায়

প্রকাশিত: ০৪:২৯, ২৯ নভেম্বর ২০১৮

দুদিনের সফরে আইএএফ সভাপতি ঢাকায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল এ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) সভাপতি বিক এবং মহাসচিব মেথিজ ক্রিটি দুদিনের সফরে বুধবার ঢাকায় এসেছেন। পোশাক শিল্প বিষয়ে বিজিএমইএর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার উদ্দেশ্য নিয়েই তারা ঢাকা সফর করছেন। আজ ২৯ নবেম্বর বিজিএমইএ অফিসে এই দ্বি-পাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিষয়াবলী, ভবিষ্যতে এই শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বিশেষ করে এক্ষেত্রে বিজিএমইএ ও ফেডারেশনের মধ্যকার কোলাবোরেশনের বিষয়গুলো আলোচনা করা হবে। তুরস্কের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ তুরস্কের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে ফেব্রুয়ারিতে তুরস্ক থেকে ৫০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে। এ প্রসঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভাল। গত বছর বাংলাদেশের রাষ্ট্রপতি তুরস্ক সফর করেছেন। তাদের প্রধানমন্ত্রীও ঢাকা সফর করেছেন। রাষ্ট্রদূত বলেন, আমাদের মধ্যে ব্যবসায়িক ও প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা জোরদার হচ্ছে। তিনি বলেন, গত আগস্টে ১৮ সদস্যের একটি ব্যবসায়ী দল ঢাকা সফর করেছে। আগামী ফেব্রুয়ারিতে আরেকটি বড় দল ঢাকা সফর করবে। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে বর্তমানে ১১০ কোটি ডলার বাণিজ্য এবং এর মধ্যে ৮০ কোটি ডলারের বেশি বাংলাদেশের রফতানি।
×