ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে ক্রিসমাসের কেনাবেচা বেড়েছে

প্রকাশিত: ০৪:২৮, ২৯ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রে ক্রিসমাসের কেনাবেচা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাপী বাড়ছে অনলাইনে পণ্য কেনাবেচা। ফলে বছরজুড়ে বিক্রয়কেন্দ্রগুলোতে তেমন ভিড় চোখে পড়ে না। যুক্তরাষ্ট্রের শপিংমল ও সুপার শপগুলোও এর ব্যতিক্রম নয়। আসন্ন ক্রিসমাস ডে উপলক্ষে অনলাইনের পাশাপাশি অফলাইনেও কেনাবেচা বেড়েছে। ক্রেতা আকর্ষণে পণ্যে বিশেষ ছাড়সহ নানা সুবিধা দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আসছে খ্রীস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিন। এ উপলক্ষে যুক্তরাজ্যের মতো কেনাকাটা জমে উঠেছে যুক্তরাষ্ট্রেও। বছরের অন্যান্য সময়ের তুলনায় শপিংমল ও সুপার শপগুলোতে বাড়ছে ভিড়। বিশেষ ছাড়ে পণ্য কেনার সুযোগ নিচ্ছেন অন্যান্য ধর্মের মানুষরাও। ওয়ালমার্ট ইউএসের প্রধান নির্বাহী গ্রেগ ফরান বলেন, পছন্দের পণ্য কিনতে অনেকেই বিক্রয়কেন্দ্রে আসছেন। বড় ছাড় পাওয়ায় সন্তুষ্ট ক্রেতারা। তবে গত কয়েক বছরে ই-শপে পণ্য বিক্রি বাড়ায় দোকান ও শপিংমলগুলোতে এবারে ভিড় কিছুটা কম। বিক্রেতারা বলছেন, ছুটির দিন ছাড়া অন্যান্য সময়ে ক্রেতার উপস্থিতি সন্তোষজনক নয়। ক্ষুদ্র ব্যবসায়ী বিয়াট্রিক্স বেল বলেন, সারা বছরই মূল্যছাড় দেয় এ্যামাজন। গ্রাফিক্সের সাহায্যে পণ্যের নক্সাও করে। গ্রাহক বাড়াতে নিয়মিত গবেষণাও করে এই ই-কমার্স জায়ান্ট। গ্রেগ ফরান বলেন, শুধু ছুটির দিনে কেনাকাটা করতে মার্কেটে আসেন স্থানীয়রা। অন্যান্য দিনে অনলাইন শপ থেকেই প্রয়োজনীয় কেনাকাটা করেন তারা। ই-শপগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের খুচরা পণ্য বিক্রির প্রতিষ্ঠানগুলো।
×