ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ল

প্রকাশিত: ০৪:২৭, ২৯ নভেম্বর ২০১৮

ভারতে ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ভারতের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। এক কোটির নিচে এবং এক বছরের বেশি সময়ের জন্য স্থায়ী আমানতে সুদের হার বেড়েছে দশমিক এক শতাংশ থেকে দশমিক পাঁচ শতাংশ। এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও সুদের হার বেড়েছে প্রায় একই হারে। বৃহস্পতিবার থেকেই এই নতুন হার কার্যকর হবে। এক বছরের বেশি এবং দুবছরের কম সময়ের জন্য স্থায়ী আমানতে আগে সুদের হার ছিল ৬.৭। সেটা বেড়ে হলো ৬.৮। এরপর দুই থেকে তিন বছরের জন্য ৬.৭৫ থেকে হয়েছে ৬.৮। তবে তিন থেকে পাঁচ বছর এবং পাঁচ থেকে দশ বছর বা তার বেশি সময়ের আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়েনি। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও এই দুটি ক্ষেত্রেই সুদের হার বাড়িয়েছে এসবিআই। এক বছর থেকে দুবছরের আমানতের জন্য সুদের হার ছিল ৭.২ থেকে এক বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ৭.৩। দুই থেকে তিন বছরের ক্ষেত্রে ৭.২৫ থেকে হয়েছে ৭.৩। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও পাঁচ বছর এবং পাঁচ থেকে দশ বছর বা তার বেশি সময়ের আমানতের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রেখেছে এই সরকারি ব্যাঙ্ক। দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই-এর কর্মীরা সাধারণত স্থায়ী আমানতের ওপর এক শতাংশ বেশি হারে সুদ পান।
×