ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজার উন্নয়নে কাজ করছে বিএসইসি

প্রকাশিত: ০৪:২৫, ২৯ নভেম্বর ২০১৮

শেয়ারবাজার উন্নয়নে কাজ করছে বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজার উন্নয়নে বাজার সংশ্লিষ্ট সকলকে নিয়ে একযোগে কাজ করে যাচ্ছে। আগামীতেও একই ধারা অব্যাহত থাকবে। সমস্যা এবং মতভিন্নতা থাকতেই পারে, সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধানের পথ বের করতে হবে। পুঁজিবাজার এখন দেশী ও বিদেশী বিনিয়োগের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। পুঁজিবাজার এখন বিনিয়োগকারীগণের আস্থা অর্জন করেছে। ডিএসই ব্রোকারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ শাকিল রিজভীর নেতৃত্বে পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, এফসিএমএ এবং খন্দকার কামালুজ্জামান, ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।
×