ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৪:২১, ২৯ নভেম্বর ২০১৮

ভয়াবহ অগ্নিকাণ্ড

নীলফামারীতে ১২ দোকান ছাই স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের চৌধুরীবাজারে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন জানান, চৌধুরীবাজারের করুনা কান্ত রায়ের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার হতে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়লে একে একে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। জলঢাকা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জলঢাকা ফায়ার স্টেশন এ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন ইনচার্জ মমতাজুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, জলঢাকা ও নীলফামারীর তিনটি ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়। ফলে ওই বাজারের আরও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়। সাতক্ষীরায় পাঁচ দোকান স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, বুধহাটা বাজারে আগুন লেগে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের মেসার্স বিসমিল্লাহ হার্ডওয়ার থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত। এসময় দোকানটি বন্ধ ছিল। জানা গেছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়লে বিসমিল্লাহ্ হার্ডওয়ারসহ পার্শ্ববর্তী ছাহিম ইলেকট্রনিক্স, রাজা স্টোর, বিচিত্র ইলেক্ট্রনিক্স ও মেসার্স ফারুক স্টোর পুড়ে ছাই হয়ে যায়। কালকিনিতে ৩ দোকান নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনিতে অগ্নিকা-ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার ভোরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা গেছে, পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর বাজারের শহিদুল সরদারের ওষুধের ফার্মেসি, মসিউর সরদারের মুদির দোকান ও স্বপন খানের হোটেলে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এসে নেভানোর চেষ্টা চালায়। ততক্ষণে ওই তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মাল পুড়ে ছাই হয়ে যায়।
×