ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভর্তি পরীক্ষা ৩০ নবেম্বর ও ১ ডিসেম্বর

প্রকাশিত: ০৪:১৯, ২৯ নভেম্বর ২০১৮

ভর্তি পরীক্ষা ৩০ নবেম্বর ও ১ ডিসেম্বর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সে ভর্তি পরীক্ষা ৩০ নবেম্বর ও ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ টাঙ্গাইল শহরের মোট ২৭ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ৩০ নবেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘এ’ ইউনিট ও বিকেল ৩টায় ‘বি’ ইউনিট এবং ১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় ‘সি’ ইউনিট ও বিকেল ৩টায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও mbstu.admission.org এ পাওয়া যাবে। -বিজ্ঞপ্তি। ইউজিসিতে হিট প্রকল্পের টেকনিক্যাল সভা বিশ^ব্যাংকের প্রস্তাবিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এ্যান্ড ট্র্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প নিয়ে একটি টেকনিক্যাল সভা বুধবার ইউজিসি মিটিং রুমে অনুষ্ঠিত হয়। হিট প্রকল্পের প্রস্তুতি, অগ্রগতি, বাজেট, বাস্তবায়ন ও সময়সীমা নিয়ে আলোচনার জন্য ইউজিসি এ সভার আয়োজন করে। দক্ষ স্নাতক তৈরি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠা, একটি আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপন এবং নারী শিক্ষার উৎকর্ষে বিশ^ব্যাংক, বাংলাদেশ ও আফগানিস্তান সরকার যৌথভাবে এ প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। -বিজ্ঞপ্তি।
×