ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৪:১৭, ২৯ নভেম্বর ২০১৮

পঞ্চগড় হানাদার মুক্ত দিবস আজ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের আজকের (২৯ নবেম্বর) দিনে পঞ্চগড় পাক হানাদার মুক্ত হয়। এ অঞ্চলটিতে একাধিক সম্মুখ ও গেরিলা যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে পর্যুদস্ত করে পঞ্চগড়কে মুক্ত করেন। তাই প্রতিবছরই নানা আয়োজনে পালন করা হয় হানাদার মুক্ত দিবসটি। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ গত ২০১০ সাল থেকে দিবসটি যৌথভাবে পালন করে আসছেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী পঞ্চগড় দখলে নিয়ে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালায়। হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ও অমানবিক কর্মকা-ে স্থানীয় লোকজন ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আবার কেউ কেউ ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলেও হানাদার বাহিনীর আধুনিক অস্ত্র সরঞ্জামের কাছে টিকতে না পেরে সাময়িকভাবে পিছু হটে। সেপ্টেম্বর মাসের শেষদিকে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী পাক বাহিনীর ওপর গেরিলা আক্রমণের পাশাপাশি তাদের ডিফেন্সের ওপর অব্যাহতভাবে হামলা চালাতে থাকে। এতে পর্যুদস্ত হয়ে পাক বাহিনী পিছু হটতে থাকে।
×