ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী আহত

প্রকাশিত: ০৪:১৬, ২৯ নভেম্বর ২০১৮

নাটোরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী আহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮ নবেম্বর ॥ লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের আওয়ামী লীগ কর্মী জাহারুল ইসলাম গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিল গেট এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করার ঘটনা ঘটে। জানা যায়, নর্থ বেঙ্গল সুগার মিলের গেট এলাকায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগ নেতা ফিরোজ আল ভূঁইয়ার সঙ্গে আওয়ামী লীগ কর্মী জাহারুল ইসলামের পূর্ব বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে বুধবার বেলা ১১টার দিকে ফিরোজ আল ভুইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী মিল গেট এলাকায় জাহারুল ইসলামের ওপর হামলা চালানো হয়। এসময় জাহারুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে আহত কওে প্রতিপক্ষ। বাধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হন আরো কয়েকজন। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় জাহারুলকে উদ্ধার করে প্রথমে লালপুর ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে লালপুর হাসপাতালের চিকিৎসক নজিবুল হক জানান, জাহারুলের অবস্থা আশঙ্কাজনক । তার মাথা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাত রয়েছে।
×