ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোহানা সাবার বিপরীতে মহসীন পলাশ

প্রকাশিত: ০৩:৫৭, ২৯ নভেম্বর ২০১৮

সোহানা সাবার বিপরীতে মহসীন পলাশ

স্টাফ রিপোর্টার ॥ প্রাচ্যের অক্ষফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনকে নিয়ে ‘মধুর ক্যান্টিন’ নামের চলচ্চিত্র নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন প্রবীণ নির্মাতা সাঈদুর রহমান সাঈদ। চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা ও অভিনেতা মহসীন পলাশ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মধুর ক্যান্টিন’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। মহরত শেষে রাতে অল্প সময়ের জন্য ক্যামেরা ওপেন করেন পরিচালক। তবে মূল শূটিং শুরু হবে আগামী ডিসেম্বরের মাঝামাঝি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। ‘মধুর ক্যান্টিন’ চলচ্চিত্রের গল্পে দেখা যাবে মধুসূদন দে’র (মধু দা) সবচেয়ে কাছের মানুষ রায়হান। গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। হলে সিট না পাওয়াতে মধু দা’র কাছেই থাকে রায়হান। পড়াশোনার পাশাপাশি মধু দা’র কাজে সহযোগিতা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জাকিয়া প্রায় প্রায়ই মধুর ক্যান্টিনে আসেন। পলাশ-জাকিয়ার দৃষ্টি বিনিময় হতে থাকে। একটা সময় নিজের চেয়ে ৩ বছরের সিনিয়র জাকিয়ার প্রেমে পড়েন রায়হান। জাকিয়াও মনে মনে ভালবাসেন রায়হানকে। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের ওপর নৃশংস হামলা চালায়। মধুর ক্যান্টিনের মধু দা’কে হত্যা করা হয়। জাকিয়াকে তুলে নিয়ে যায় পাক হানাদারবাহিনী। এমন অনেক ঘটনার সাক্ষী রায়হান। চলচ্চিত্রে রায়হান চরিত্রে মহসীন পলাশ এবং জাকিয়া চরিত্রে সোহানা সাবাকে দেখা যাবে। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে মহসীন পলাশ বলেন, একটি ঐতিহাসিক চলচ্চিত্রের অংশ হতে পেরে খুব ভাল লাগছে। এই চলচ্চিত্রের মাধ্যমে এই প্রজন্মের তরুণরা অনেক কিছু জানতে পারবেন। এই চলচ্চিত্রটি মধু দা’কে নিয়ে একটি লিখিত দলিল হতে যাচ্ছে। সোহানা সাবা বলেন, ‘মধুর ক্যান্টিন’ নামটির সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর ভূমিকায় অভিনয় করছি। গল্পে আমাকে তখনকার সময়ের লুকে দেখা যাবে। চ্যালেঞ্জিং একটি চরিত্র। এমন একটি চরিত্রে আমাকে ভাবার জন্য পরিচালককে ধন্যবাদ। চলচ্চিত্রে মধুসূদন দে’র (মধু দা) চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ওমর সানি। তার বিপরীতে থাকছেন অঞ্জু ঘোষ। বিশেষ একটি চরিত্রে রয়েছেন মৌসুমী। পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা সাঈদুর রহমান সাঈদ। মধুর ক্যান্টিন চলচ্চিত্রে ওমর সানী মধু দা’র চরিত্রে অভিনয় করবেন আর মৌসুমীকে দেখা যাবে একজন যুদ্ধশিশুর চরিত্রে। মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়া একজন শিশু জীবনের এতোগুলো বছর পার করে এসে এখন কেমন আছেন? সেই গল্প ফুটে উঠবে মৌসুমীর চরিত্রে।
×