ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলে গেলেন ইতালীয় পরিচালক বার্নান্দো বার্তোলুচি

প্রকাশিত: ০৩:৫৭, ২৯ নভেম্বর ২০১৮

চলে গেলেন ইতালীয় পরিচালক বার্নান্দো বার্তোলুচি

সংস্কৃতি ডেস্ক ॥ খ্যাতি, প্রতিপত্তি, সমালোচনা, আলোচনা সব পেছনে ফেলে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত ইতালিয়ান চলচ্চিত্র পরিচালক বার্নান্দো বার্তোলুচি। গত ২৬ নবেম্বর রোমের নিজের বাড়িতে ক্যান্সারে আক্রান্ত বার্তোলুচির মৃত্যু হয়। মৃত্যুকালে বার্তোলুচির বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে কান ফেস্টিভাল কর্তৃপক্ষসহ বিশ্বের চলচ্চিত্র সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় কান ফেস্টিভাল কর্তৃপক্ষবার্তোলুচিকে উল্লেখ করেছে ইতালিয়ান চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে, যিনি ‘আজীবন বিশ্ব চলচ্চিত্রের এক বাতিঘর হয়েই থাকবেন’। বার্নান্দো বার্তোলুচি বিতর্কিত বলেই খ্যাতিমান ছিলেন। চলচ্চিত্রে রাজনীতি আর শ্রেণী সংগ্রামের কথা বলতেন। ‘দ্য লাস্ট এমপেরর’ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে অস্কার জেতেন বার্তোলুচি। সেইবার সেরা চলচ্চিত্রসহ মনোনয়ন পাওয়া ৯টি বিভাগের সবকটি পুরস্কারই জিতে নেয় তার চলচ্চিত্র। বার্তোলুচি জেতেন সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যের অস্কার। তবে বার্তোলুচি তার ‘লাস্ট ট্যাংগো ইন প্যারিস’ চলচ্চিত্রের জন্য আলোচনায় আসেন। খোলামেলা নগ্নতার জন্য চলচ্চিত্রটি ব্যাপক সমালোচিত হয়। অনেক দেশে নিষিদ্ধ হয় চলচ্চিত্রটি। ১৯৪১ সালে ইতালির পারমায় বার্তোলুচির জন্ম। মাত্র ২১ বছর বয়সে ‘লা কমারে সেকা’ নামে প্রথম চলচ্চিত্র পরিচালনা করেন। পরের চলচ্চিত্র ‘বিফোর দ্য রেভ্যুলুশন’ দিয়ে নজরে আসেন তিনি। তার অন্য বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘দ্য শেল্টারিং স্কাই’, ‘লিটল বুদ্ধা’, ‘স্টিলিং বিউটি’ এবং ‘দ্য ড্রিমারস’ অন্যতম। ২০১২ সালে কান ফিল্ম ফেস্টিভালে তার নির্মিত শেষ চলচ্চিত্র ‘মি এ্যান্ড ইউ’ প্রদর্শিত হয়। তার আগের বছর আয়োজক কর্তৃপক্ষ সম্মানসূচক পাম ডি’অর দিয়ে সম্মানিত করে তাকে। ২০০৮ সালে হলিউড ওয়াক অব ফেইমে জায়গা করে নেন বার্তোলুচি।
×