ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আচরণবিধি লঙ্ঘন করে রাজশাহীতে মিনুর সমাবেশ

প্রকাশিত: ০৩:৫৬, ২৯ নভেম্বর ২০১৮

আচরণবিধি লঙ্ঘন করে রাজশাহীতে মিনুর সমাবেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মনোনয়ন দাখিলের শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করেছে বিএনপি। শুধু তাই নয়, মনোনয়নপত্র দাখিলের আগে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে শহীদ মিনারে জুতা পায়ে উঠে সমাবেশ করেছেন বিএনপির নেতারা। বুধবার রাজশাহী কোর্ট শহীদ মিনারে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র জমা দিতে যায় নেতাকর্মীরা। মনোনয়ন দাখিলের পূর্বে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করে। এ সময় জুতা পায়েই শহীদ মিনারে ওঠে বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় লোকজন ও উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল জুতা পায়ে শহীদ মিনারে ওঠেন। এ ঘটনায় এ সময় কোর্ট এলাকার অনেকেই ক্ষুব্ধ হন। মনোনয়নপত্র দাখিলের আগে সমাবেশ, জমায়েত ও শোডাউন নিষিদ্ধ থাকলেও তা রাজশাহীতে মানেননি বিএনপির নেতাকর্মীরা। রাজশাহী ডিসি অফিসে মনোনয়নপত্র দাখিলের আগেই বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে রীতিমত সমাবেশ করেছেন তারা। জানা যায়, জুতা পায়ে শহীদ মিনারে ওঠেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, বিএনপি নেতা আসলাম সরকার, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ নেতাকর্মীরা। তবে জুতা পায়ে শহীদ মিনারে ওঠার বিষয়ে জানতে চাইলে বিএনপির রাজশাহী মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আমাদের কোন নেতাকর্মী জুতা পায়ে শহীদ মিনারে ওঠেনি।
×