ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণ ॥ ২২ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫০, ২৯ নভেম্বর ২০১৮

চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণ ॥ ২২ জনের মৃত্যু

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সকালে ঝাংজিয়াকোউ শহরের ওই বিস্ফোরণে আরও অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে ৫০টির মতো গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। সিনহুয়া। বিস্ফোরণ স্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে, যেখানে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখার মাত্রা কমে আসার চিত্র দেখা গেছে। বেশ কয়েকটি আলোকচিত্রে সারি করে রাখা ভস্মীভূত গাড়ি ও ট্রাকেরও দেখা মিলেছে। বিস্ফোরণের পর নিকটস্থ হেবেই শেংগুয়া রাসায়নিক কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। বিস্ফোরণটি ওই কারখানায় হয়নি বলে শেংগুয়ার স্বত্বাধিকারী কোম্পানি ক্যামচায়নার এক মুখপাত্র নিশ্চিত করেছেন। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি। বিস্ফোরণ স্থলের সব আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বেজিংয়ের ১৫৬ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর ঝাংজিয়াকোউতেও ২০০২ সালের শীতকালীন অলিম্পিক হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন কারখানায় অগ্নিকা- ও খনি দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ২০১৫ সালের অগাস্টে বন্দরনগরী তিয়ানজিনের একটি রাসায়নিক ওয়ারহাউসে বিস্ফোরণের ঘটনায় ১৬৫ জন নিহত হয়।
×