ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুইন্সল্যান্ডে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে

প্রকাশিত: ০৩:৫০, ২৯ নভেম্বর ২০১৮

কুইন্সল্যান্ডে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। হাজার হাজার লোককে শক্তিশালী এই দাবানল থেকে বাঁচতে তাদের বাড়িঘর খালি করে দিতে বলা হয়েছে। খবর বিবিসির। এই প্রথমবারের মতো, দাবানলকে সর্বনাশা বলে সতর্ক করে দেয়া হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের অগ্নি বিপদ সতর্কীকরণ ঘোষণা করা হয়েছে। কুইন্সল্যান্ডজুড়ে ১৩০টির বেশি গুল্ম আগুন জ্বলছে। এর ফলে তাপপ্রবাহ দেখা দিয়েছে ও শুষ্ক গাছপালা পুড়ে যাচ্ছে। রাজ্যের প্রিমিয়ার এ্যানাসটাসিয়া পালাসজ্যাকজুক বুধবার সাংবাদিকদের বলেছেন, সবচেয়ে খারাপ দাবানলটি গ্রেসমিয়ার শহরের কাছ দিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগে আমদের রাজ্য কখনোই এই ধরনের পরিস্থিতিতে পড়েনি। এটি মানচিত্রে নিরূপণ করা যায়নি। সপ্তাহের শেষে শুরু হওয়া দাবানলে ইতোমধ্যে বেশকিছু এলাকা ধ্বংস হয়ে গেছে। ৩০টির বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ গ্রেসমেয়ার ও আশপাশের এলাকাসহ কাছের রকহ্যামটন শহরের লোকজনকে দ্রুত ওই এলাকা খালি করে দিতে বলেছে। অস্ট্রেলিয়ার শুষ্ক দক্ষিণের বিপরীতে মধ্য কুইন্সল্যান্ডের দাবানলের পরিস্থিতি খুবই অস্বাভাবিক। কেননা নবেম্বরের শেষের দিকে এলকাটিতে ভেজা মৌসুম শুরু হয়। অর্থাৎ বৃষ্টিপাত শুরু হয়। গত সপ্তাহে নিউ সাউথ ওয়েলসের আশপাশের এলাকা দাবানলে পুড়ে গেছে। উভয় রাজ্য বর্তমানে খরা কবলিত হয়ে পড়েছে। এদিকে, অস্ট্রেলিয়ার সিডনী নগরীতে বুধবার ভারি বর্ষণের কারণে ফ্লাইট বাতিল, রেললাইনগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এতে অনেক রাস্তা বন্যায় ডুবে যাওয়ায় যানবাহন আটকা পড়েছে। বুধবার মাসের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। জরুরী কর্মীরা উদ্ধার এবং বন্যার পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এ নগরীতে ব্যাপক বজ্রপাত ও ভারি বর্ষণ হয়েছে। স্থানীয় আবহাওয়া ব্যুরো জানায়, মাত্র কয়েক ঘণ্টায় নগরীর কিছু স্থানে ১০৬ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
×