ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্পেন ও পর্তুগালের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের উদ্যোগ

প্রকাশিত: ০৩:৪৯, ২৯ নভেম্বর ২০১৮

স্পেন ও পর্তুগালের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে বাণিজ্যযুদ্ধে লিপ্ত চীন স্পেন ও পর্তুগালের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিচ্ছে। ইইউভুক্ত অন্যান্য সদস্য রাষ্ট্রও চীনা বিনিয়োগের ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা করছে। খবর এএফপির। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গ্রুপ অব টুয়েন্টির (জি-টুয়েন্টি) শীর্ষ বৈঠকে যোগ দেয়ার জন্য আর্জেন্টিনা যাওয়ার পথে স্পেনে মঙ্গলবার তিনদিনের এক সফর শুরু করেছেন এবং দেশে ফেরার পথে ৪ থেকে ৫ ডিসেম্বর পর্তুগালে যাত্রা বিরতি করবেন। স্পেনের সেন্টার ফর গ্লোবাল ইকোনমি এ্যান্ড জিওপলিটিক্সের পরিচালক এঞ্জেল স্যানচেস বলেছেন, এই জটিল সময়ে সম্পর্ক রক্ষার্থে চীনের জন্য এ উদ্যোগ এক রাজনৈতিক কৌশল। যুক্তরাষ্ট্র অন্যায্য বাণিজ্য বন্ধের জন্য চীনের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে ২ শ’ ৫০ বিলিয়ন ডলারের বেশি চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে সতর্কতা উচ্চারণ করে বলেছেন, তিনি চীনে তৈরি আইফোনসহ অতিশয় শক্তিশালী এ দেশটির অবশিষ্ট ২ শ’ ৬৭ বিলিয়ন ডলারের পণ্যের ওপরও শুল্ক বসাতে পারেন। ইইউ রাষ্ট্রগুলো ইতোমধ্যে শক্তিধর ফ্রান্স ও জার্মানির চাহিদা অনুসারে বৈদেশিক বিনিয়োগ নিরূপণের জন্য একটি ইউরোপীয় কাঠামো গঠনের প্রস্তুতি নিয়েছে। এর লক্ষ্য হচ্ছে, জ্বালানির মতো কৌশলগত খাতে বিদেশী কোম্পানিগুলোর প্রধানত চীনের অর্জন নির্ণয় করা। প্যারিস বার্লিন ও অন্তত রোম একটি বিষয়ে উদ্বিগ্ন যে, বিদেশী কোম্পানিগুলো তাদের পণ্য কেনার মধ্য দিয়ে গ্রুপগুলো গুরুত্বপূর্ণ কৌশলগুলো চুরি করতে সচেষ্ট রয়েছে এবং কোন কোন অর্জন প্রয়োগে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণয়নের আহ্বান জানিয়ে এসেছে দীর্ঘদিন ধরে। এনজেল স্যাজ ক্যারেনজা বলেছেন, ইইউ দেশগুলোর উদ্বেগ প্রশমিত করার জন্য চীনের নেতাদের প্রকাশ্য বিবৃতি দেয়ার সময় এখনি। ব্রিটেন ও জার্মানিতে চীনা বিনিয়োগ বেশ বড় অঙ্কের। কিন্তু জিডিপির শতাংশ হিসাবে এ বিনিয়োগ আরও বেশি স্পেন ও পর্তুগালে। প্যারিসভিত্তিক থিংক ট্যাঙ্ক এশিয়া সেন্টারের প্রেসিডেন্ট জি ফ্রাঁকো ডি মেজলিও এ কথা বলেছেন। ডি মেজলিও বলেন, বেজিং ২০১৬ থেকে ইইউ সম্পর্কে অত্যন্ত সন্দেহ পোষণ করে আসছে। ব্রিটেনের ইইউ ত্যাগের পরিকল্পনা সংস্থা সম্পর্কে চীনের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। চীন এখন ইউরোপীয় দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠায় পক্ষপাতি। উদাহরণস্বরূপ চীনা শিপিং গ্রুপ অসকে শিপিং হোল্ডিংস স্পেনীয় কনটেনার টার্মিনাল অপারেটর নোয়াতুম পোর্টে ৫১ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। চীন এ সঙ্গে এর বন্দর ও টার্মিনাল ব্যবসা নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে।
×