ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সর্বাত্মক যুদ্ধ বাধতে পারে

প্রকাশিত: ০৩:৪৮, ২৯ নভেম্বর ২০১৮

সর্বাত্মক যুদ্ধ বাধতে পারে

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ রূপ নিতে পারে। কের্চ প্রণালীতে ইউক্রেনের নৌবাহিনীর জাহাজ আটককে কেন্দ্র করে এই উত্তেজনা শুরু হয়েছে। ইউক্রেনের জাহাজের বন্দী নাবিকদের দু’মাস আটক রাখার নির্দেশ দিয়েছে ক্রিমিয়ার আদালত। গার্ডিয়ান ও এএফপি। পোরোশেঙ্কো মঙ্গলবার জাতীয় টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ‘আমি সবার প্রতি আহ্বান জানাব কেউ যেন এটাকে কৌতুক বা খেলার বিষয় মনে না করেন। রাশিয়ার সঙ্গে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা যে কোন সময় ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ রূপ নিতে পারে।’ তিনি বলেন, ইউক্রেন সীমান্তজুড়ে মোতায়েন করা রুশ সৈন্যের সংখ্যা সম্প্রতি ‘নাটকীয়ভাবে বাড়ান’ হয়েছে। সীমান্তে রুশ ট্যাঙ্কের সংখ্যা বাড়ানো হয়েছে তিনগুণ। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি এসব বলেন, তবে কখন অবস্থা পুরোপুরি যুদ্ধের মতো হয়ে উঠবে তার কোন সময়সীমা উল্লেখ করেননি। ইউক্রেনের সঙ্গে উত্তেজনা তৈরির পর রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি চলতি সপ্তাহে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে তার পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করতে পারেন। এদিকে রাশিয়ার হাতে বন্দী ইউক্রেনীয় জাহাজের নাবিকদের দু’মাস আটক রাখতে নির্দেশ দিয়েছে ক্রিমিয়ার একটি আদালত। রবিবার ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ কৃষ্ণ সাগর থেকে কের্চ প্রণালী হয়ে আজোভ সাগরের দিকে যাচ্ছিল। এ অবস্থায় জাহাজগুলো জব্দ করে রাশিয়া। রুশ বাহিনীর হাতে মোট ২৪ জন ইউক্রেনের নাবিক বন্দী হয়। এদের মধ্যে ১২ জনকে মঙ্গলবার ক্রিমিয়ার সিমফারপোল শহরের হাজির করা হলে আদালত তাদের দু’মাস আটক রাখার নির্দেশ দেয়। বাকি নাবিকদের বুধবার আদালতে হাজির করানোর কথা রয়েছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণ করে। আটক নাবিকদের বিরুদ্ধে বিনা অনুমতিতে রুশ সীমান্তে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। রুশ বার্তা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে একজন তদন্তকারী জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে নাবিকদের ছয় বছর পর্যন্ত কারাদ- হতে পারে। রুশ টেলিভিশন মঙ্গলবার তিনজন বন্দী নাবিককে জিজ্ঞাসাবাদের সময় দেয়া বক্তব্য প্রচার করেছে। তারা স্বীকার করেছে যে সামরিক সরঞ্জামাদি সম্পন্ন নৌযান ওই অঞ্চলে চালানো ছিল একটি উস্কানিমূলক কাজ। ভøাদিমির লিসভ বলে পরিচয় দানকারী আরেকজন নাবিক বলেন, তিনি কেবল আদেশ পালন করছিলেন মাত্র। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিন দাবি করেন, আটক নাবিকদের কাছ থেকে জোরপূর্বক স্বীকৃতি আদায় করা হয়েছে। তিনি আন্তর্জাতিক রেডক্রসের প্রধানের কাছে বন্দীদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘এটি কোন রাজনৈতিক ইস্যু নয়। কারণ আমরা এ কাজের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলছি না। আমরা শুধু তাদের বাঁচাতে এবং রক্ষা করতে চাই।’ ইউক্রেনের নৌবাহিনীর জাহাজ আটকের ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে পড়েছে রাশিয়া। এই ইস্যুতে রাশিয়ার পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প ইউক্রেনের সঙ্গে উত্তেজনা তৈরির পুরো প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি সম্ভবত পুতিনের সঙ্গে বৈঠকে বসছি না। রাশিয়ার এ ধরনের আগ্রাসী মনোভাব আমার পছন্দ নয়।’ ট্রাম্পের এ বক্তব্যের আগেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়েট বলেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেখতে চায়।’ এদিকে ওয়াশিংটন ইউরোপীয় দেশগুলোকে ইউক্রেনের সহায়তায় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
×