ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারী ২ আসনে আসাদুজ্জামান নূরের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ০০:৩১, ২৮ নভেম্বর ২০১৮

নীলফামারী ২ আসনে আসাদুজ্জামান নূরের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং এ আসন থেকে একাধারে চার বারের নির্বাচিত সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আজ বুধবার দুপুরে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হকের নেতৃত্বে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক নাজিয়া শিরিনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য জোনাব আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসিনা আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারন সম্পাদক আবুজার রহমান, স্বাধীনতা চিকিৎক পরিষদের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, সাধারন সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহীন,পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক এ্যাডঃ আলাল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ। মনোনয়সপত্র জমা দেয়ার আগে, সকাল ১১ টায় আসাদুজ্জামান নূর জেলা শহরের ডাকবাংলা কবরস্থানে বাবা ও মা এর কবর জিয়ারত এরপর জেলা আওয়ামী লীগের অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের প্রতিকৃতেতে শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।এ সময় জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×