ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ার নিয়ে নিজের পরিকল্পনা জানালেন মেসি

প্রকাশিত: ১৯:৪৮, ২৮ নভেম্বর ২০১৮

ক্যারিয়ার নিয়ে নিজের পরিকল্পনা জানালেন মেসি

অনলাইন ডেস্ক ॥ অভিষেকের পর থেকে বার্সেলোনা মূল দলের হয়ে প্রায় ১৫টি বছর কাটিয়ে দিয়েছেন লিওনেল মেসি। নিজের সেরাটা জানান দিয়ে ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা। ব্যক্তিগত অর্জনেও গোলের সব রেকর্ড ভেঙ্গে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। চলতি মৌসুমেও বার্সার হয়ে শুরুটা অসাধারণ হয়েছে মেসির। ভবিষ্যত পরিকল্পনা জানতে চাওয়া হলে, মেসি জানান ক্যারিয়ারে আরো বহুদূর যেতে চান তিনি। ক্যারিয়ারে আরো বেশি গোল , আরো শিরাপা জেতার লক্ষ্য পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সম্প্রতি মিররকে দেওয়া এক সাক্ষাতকারে ভবিষ্যত নিয়ে মেসি বলেন, ‘আমি দিন দিন আরো উন্নতি করতে চাই। আরো বেশি গোল করে বেশি শিরোপা জিততে চাই। খেলার নিয়ন্ত্রণ নিয়ে একজন সত্যিকারের পেশাদার খেলোয়াড় হিসেবে নিজেকে দেখতে চাই। আরো বেশি বলের দখল নিয়ে গোল করতে চাই। আমি সবকিছুতে জিততে চাই। হারা পছন্দ নয় আমার।’ চলতি মৌসুমে এখনো পর্যন্ত সব প্রতিযোগিতায় নয়টি গোল পেয়েছেন মেসি। সেই সঙ্গে সতীর্থদের আরো ৫ গোলে ভূমিকা ছিল তার। মৌসুমের মাঝপথে হাতে ব্যাথা পাওয়ায় বার্সার হয়ে বেশ কিছু ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। স্প্যানিশ লা লিগায় এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দারুণ খেলতে থাকা মেসির দল বার্সা। আগামীকাল রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসভির মুখোমুখি মেসি-পিকে-কুতিনহোরা।
×