ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আগুয়েরোর গোলে শেষ ষোলোয় সিটি

প্রকাশিত: ১৯:৪৩, ২৮ নভেম্বর ২০১৮

আগুয়েরোর গোলে শেষ ষোলোয় সিটি

অনলাইন ডেস্ক ॥ প্রথম ম্যাচে নিজেদের মাঠে লিওঁর কাছে হেরে এবারের চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু হয়েছিল ম্যানচেস্টার সিটির। এরপর তারা তুলে নিয়েছিল টানা তিন জয়। পঞ্চম ম্যাচে সেই লিওঁর কাছেই আবার হারতে বসেছিল সিটিজেনরা। তবে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্রয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। এই ড্রয়ে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠেছে ম্যানচেস্টার সিটি। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে তারা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিওঁ। শাখতার দোনেৎস্কর ৫ ও হফেনহেইমের ৩ পয়েন্ট। মঙ্গলবার রাতে লিওঁর মাঠে চারটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে লিওঁকে এগিয়ে দেন ম্যাক্সওয়েল কর্নেট। ৬২ মিনিটে হেডে গোল করে সিটিকে সমতায় ফেরান ডিফেন্ডার লাপোর্তে।৮১ মিনিটে আবার এগিয়ে যায় লিওঁ। স্বাগতিকদের এবারের গোলদাতাও কর্নেট। তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি। ৮৩ মিনিটে রিয়াদ মাহরেজের কর্নার থেকে হেডে গোল করে সিটির এক পয়েন্ট নিশ্চিত করেন আগুয়েরো। চ্যাম্পিয়নস লিগে নিজের শেষ ছয় অ্যাওয়ে ম্যাচেই গোল করলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
×