ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৭:৫৯, ২৮ নভেম্বর ২০১৮

নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৭ নবেম্বর ॥ বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব দলের অংশ গ্রহণের মাধ্যমে এবারের নির্বাচন প্রতিযোগিতামূলক হচ্ছে। মন্ত্রী মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র দাখিলের জন্য ঢাকা থেকে বরিশাল হয়ে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে এসে পৌঁছলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত। এ রকম অনেকেই আছেন। কয়েক জনের নাম পত্রিকায় বেরিয়েছে। আইনের ভিত্তিতে সংবিধানের আর্টিক্যাল ৬৬ এর ২ এর গ অনুসারে ২ বছরের বেশি যদি সাজা হয়। যদি সুপ্রীমকোর্ট তাদের সাজা মওকুফ না করে বা স্থগিত না করে তা হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তাই এ ব্যাপারে কোন মন্তব্য নেই বলে তিনি উল্লেখ করেন। যারা সাজাপ্রাপ্ত তাদের প্রমাণ করতে হবে তাদের সাজা হয়নি বা সাজা খারিজ হয়েছে। তিনি আরও বলেন, ভোলা খুব শান্তিপূর্ণভাবে আছে। এখানে কোন দলের সঙ্গে আমাদের কোন সংঘাত নেই। ভোলায় উন্নয়ন হয়েছে ব্যাপক। ঘরে ঘরে মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। তার ভিত্তিতে মানুষ ভোলার ৪টি আসনে আমাদের নির্বাচিত করবে। কারণ আমরা ৪টি আসনের সংসদ সদস্যবৃন্দ নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান,সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ অপর যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে মন্ত্রী ভোলার ভেদুরিয়া ঘাটে এসে পৌঁছলে তার আগমনের খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা শুভেচ্ছা জানান।
×