ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে কোটি টাকার গরু বিতরণ

প্রকাশিত: ০৬:৪৫, ২৮ নভেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে কোটি টাকার গরু বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৭ নবেম্বর ॥ দারিদ্র্য বিমোচনে ও হতদরিদ্র পরিবারের উন্নয়নে মঙ্গলবার ৪৪৮ পরিবারের মাঝে বিনামূল্যে এক কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকার গরু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে শহরের জলেশ্বরীতলা মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ড. মাখন দত্ত, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী, স্থানীয় প্র্রেক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম। অনুষ্ঠানে জানানো হয়, ঠাকুরগাঁও সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার সুবিধাভোগী ৪৪৮টি দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সদস্যদের প্রশিক্ষণ প্রদানের পর তাদের মাঝে পর্যায়ক্রমে একটি করে বকনা গরু বিতরণ করা হবে।
×