ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচনের প্রার্থীরা হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেবে দুদক

প্রকাশিত: ০৬:৪২, ২৮ নভেম্বর ২০১৮

নির্বাচনের প্রার্থীরা হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেবে দুদক

স্টাফ রিপোর্টার ॥ আগামী সংসদ নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর তা পর্যালোচনা করে মিথ্যা তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। একইসঙ্গে প্রার্থীদের এনবিআরসহ সরকারের অন্যান্য যেসব প্রতিষ্ঠানে সম্পদ বিবরণী দাখিল করা হবে, সেগুলোও মিলিয়ে দেখা হবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া হলফনামা পাওয়ার পরই শুরু করা হবে। তবে ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে শেষ করা সম্ভব নয়। যারা নির্বাচনের নমিনেশন পেপার দাখিল করবেন, এই নমিনেশন পেপারের সঙ্গে হলফনামা দিতে হয়। আমি যতটুকু জানি এসব কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হয়। তখন এটা পাবলিক ডকুমেন্ট। অসত্য তথ্য যদি কেউ দেয়, আপনি দেখতে পারবেন, আমিও দেখতে পাব। তখন আমরা সেটা নেব। তিনি বলেন, এরপর এগুলো বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে মিলিয়ে দেখে যাচাই-বাছাই করব। যদি দেখা যায় অসত্য তথ্য তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য ইসির কাছে পাঠিয়ে দেব। আমাদের যদি ব্যবস্থা নেয়ার সুযোগ থাকে আমরাও নেব। নর্দান ভার্সিটিতে সফল বাংলাদেশী আমেরিকানের গল্প নর্দান বিশ^বিদ্যালয় (এনইউ) শিক্ষার্থীদের সফলতার পথে উজ্জীবিত করতে ২৬ নবেম্বর একজন সফল বাংলাদেশী আমেরিকানকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ। কি-নোট স্পীকার ছিলেন আমেরিকার বিখ্যাত জেনারেল মোটর্স গ্রুপের চেসিস এ্যান্ড সাসপেনশন ডিভিশনের স্টাফ ইঞ্জিনিয়ার গাজী ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। -বিজ্ঞপ্তি
×