ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় গ্রিডে তরল প্রাকৃতিক গ্যাস আজ থেকে

প্রকাশিত: ০৬:৪১, ২৮ নভেম্বর ২০১৮

জাতীয় গ্রিডে তরল প্রাকৃতিক গ্যাস আজ থেকে

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার থেকে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ শুরু হচ্ছে। সকাল ১০টা নাগাদ এলএনজি সরবরাহ শুরু হতে পার বলে জানা গেছে। এজন্য মঙ্গলবার বেলা ১১টা থেকে চট্টগ্রামে আনোয়ারা ফৌজদারহাট পাইপ লাইনটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। এলএনজি সরবরাহ শুরু হলে জাতীয় গ্রিডে অন্তত ১৫০ মিলিয়ন ঘনফুট এলএনজির সরবরাহ বাড়বে। একদিন আনোয়ারা ফৌজদারহাট পাইপ লাইনের কর্ণফুলী নদীর ক্রসিংয়ের কাজ শেষ না হওয়াতে এলএনজি জাতীয় গ্রিডে দেয়া যাচ্ছিল না। আনোয়ারা-ফৌজদারহাট প্রকল্প পরিচালক সুশীল কুমার সরকার জানান, বেলা ১১টা থেকে পাইপ লাইনের টেস্টিং শুরু হয়েছে। সাধারণত ৭০০ থেকে ৮০০ পিএসআই চাপে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু পাইপ লাইন টেস্টিংয়ের সময় সর্বোচ্চ ২০০ পিএসআই চাপে গ্যাস দেয়া হচ্ছে। মঙ্গলবার রাতভর টেস্টিং চলে। টেস্টিং সফল হলে বুধবার থেকে এলএনজি সরবরাহ করা হবে। এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করার কথা। কিন্তু দৈনিক এখন সরবরাহ হচ্ছে ৩০০ মিলিয়ন ঘনফুট। দেশের গ্যাসের সঙ্কট থাকলেও পাইপ লাইনের জন্য বাকি গ্যাস নিতে পারছে না পেট্রোবাংলা। জিটিসিএল বলছে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হলে আনোয়ারা থেকে ফৌজদারহাট পর্যন্ত পাইপ লাইন নির্মাণ করা হয়। পাইপ লাইনের মধ্যে কর্ণফুলী নদী রয়েছে। নদী অতিক্রম করার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়াতে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ করতে দেরি হয়।
×