ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচন ব্যাহত করতেই খালেদার বিরুদ্ধে নতুন রায় ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:৪১, ২৮ নভেম্বর ২০১৮

নির্বাচন ব্যাহত করতেই খালেদার বিরুদ্ধে নতুন রায় ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দুই বছরের বেশি সাজায় দণ্ডিতরা আপীল চলাকালে নির্বাচনে অংশ নিতে পারবে না বলে যে আদেশ হাইকোর্ট দিয়েছে তার বিরোধিতা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন রায় দেয়া হয়েছে। তিনি বলেন, আদালতের এ রায় সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, নির্বাচনের আগে দেশের বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে উচ্চ আদালত রায় দিয়েছে। এ রায় জনগণ ঘৃণা ভরে প্রত্যাখান করেছে। ঐক্যফ্রন্ট ও নির্বাচন প্রতিহত করতেই এ রায় দেয়া হয়েছে। আমরা আশা করেছিলাম, নির্বাচনের আগেই খালেদা জিয়া মুক্তি পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কিন্তু সরকার আদালতকে ব্যবহার করে নির্বাচন থেকে দূরে রাখতে এ রায় দিয়েছে। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মিলে ৬০টির বেশি আসন পাবে না। ২৪০ আসনে বিএনপি এককভাবে নির্বাচন করবে। তবে পরবর্তীতে সঠিক সংখ্যা জানতে পারবেন। ফখরুল বলেন, হাইকোর্টের ওই আদেশ জনগণের মধ্যে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ঠিক নির্বাচনের পূর্বে খালেদা জিয়ার বিরুদ্ধে আবারও এক রায় দেয়া হলো যেন তিনি নির্বাচন করতে না পারেন। এটা কোন মতেই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। এই রায় জনগণ মেনে নিতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
×