ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকাবাসীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই

প্রকাশিত: ০৬:৩৮, ২৮ নভেম্বর ২০১৮

ঢাকাবাসীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই

স্টাফ রিপোর্টার ॥ ঢাকাবাসীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার দুপুরে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ বুধবার ২৮ নবেম্বর থেকে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচী চলবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএসসিসি সচিব শাহাবুদ্দিন খান। এরপর মেয়র অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যসেবা পক্ষ চালুর ঘোষণা দেন। অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকাবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। বিগত সময়গুলোতে আমরা এ ধরনের পদক্ষেপ হাতে নিয়েছি। তাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা এর মাধ্যমে মানুষকে মেসেজ দিতে চাই, স্মরণীয় কাজ করলে মানুষ তাকে স্মরণ করে। আমরা এর মাধ্যমে গুণীজনদের স্মরণ করতে চাই। তিনি বলেন, আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাদের পাশে থাকব, সেবা করব। প্রাথমিক স্বাস্থ্যসেবা পক্ষের মাধ্যমে আমাদের ওয়াদার ভার কমাতে চেষ্ট করছি এবং বিভিন্ন সেবা অব্যাহত রেখেছি। আপনারা আমাদের পাশে থাকেন, সঙ্গে থাকেন। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে নগরবাসীর সেবা দেয়ার জন্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি। মেয়র বলেন, কোনক্রমেই যেন আচরণবিধি লঙ্ঘিত না হয় সে বিষয়ে কাউন্সিলর ও কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমাদের সেবা কার্যক্রম পরিচালনায় যেন আচরণবিধি লঙ্ঘিত না হয় সবাই সতর্ক থাকবেন। মেয়র বলেন, আমাদের মনে রাখতে হবে মানুষের ভোটে আমরা নির্বাচিত প্রতিনিধি। আমরা সেবাদানের মধ্য দিয়ে মানুষের ঋণ শোধ করতে চাই। আমাদের ওপর আস্থা রাখুন। আমাদের পাশে থাকুন। তিনি আরও বলেন, ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জনপ্রতিনিধিদের জন্য কিছু বিধিবিধান রয়েছে। কর্পোরেশনের উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে যাতে কোন আচরণবিধি লঙ্ঘন না হয় তা খেয়াল রাখতে হবে। আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা। ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, একযোগে ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে এ কর্মসূচী চলবে। এতে ৪শ’ ৭৬টি কেন্দ্রে ৬৮টি টিম থাকবে। প্রাথমিক চিকিৎসাপত্র পাওয়ার পাশাপাশি বিনামূল্যে ১২ প্রকারের ওষুধ পাওয়া যাবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত স্বাস্থ্যসেবার পক্ষে প্রায় ৭৩ হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন বলে জানান ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্উদ্দিন।
×