ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুত-জ্বালানিসহ বিভিন্ন খাতে জার্মানি আরও বিনিয়োগে আগ্রহী

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ নভেম্বর ২০১৮

বিদ্যুত-জ্বালানিসহ বিভিন্ন খাতে জার্মানি আরও বিনিয়োগে আগ্রহী

বিডিনিউজ ॥ বিদ্যুত-জ্বালানিসহ বাংলাদেশে বিভিন্ন খাতে জার্মানি আরও বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে দেশটির নতুন রাষ্ট্রদূত পিটার ফারেনহোলৎজ। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতে গিয়ে এই আগ্রহের কথা জানান নতুন রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশের বিভিন্ন খাতে জার্মানির বিনিয়োগে রয়েছে। সম্প্রতি পায়রায় ৩৬০০ মেগাওয়াট ক্ষমতার এলএনজিভিত্তিক একটি বিদ্যুত কেন্দ্র নির্মাণে সরকারের সঙ্গে সমঝোতা করেছে জার্মানির কোম্পানি সিমেন্স। কক্সবাজারের মহেশখালীতেও সিমেন্সে একই ক্ষমতার আরেকটি বিদ্যুত কেন্দ্র করার পরিকল্পনা করেছে। জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনিয়োগ সুবিধার জন্য তার সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির সুবিধা নিয়ে জার্মান ব্যবসায়ীরা এসব অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন করতে পারে। ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাত ॥ জার্মান রাষ্ট্রদূতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। প্রেস সচিব বলেন, হলি আর্টিজানসহ বিভিন্ন স্থানে জঙ্গী তৎপরতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।
×