ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মনোনয়নবঞ্চিত চার নেতাকে প্রধানমন্ত্রীর সান্ত¡না

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ নভেম্বর ২০১৮

মনোনয়নবঞ্চিত চার নেতাকে প্রধানমন্ত্রীর সান্ত¡না

বিশেষ প্রতিনিধি ॥ নৌকার মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের চার প্রভাবশালী নেতাকে গণভবনে ডেকে সান্ত¡না দিলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ডাক পাওয়া নেতারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হক। মঙ্গলবার বিকেলের দিকে এই চার নেতা গণভবনে যান। এ উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী থেকে দ্রুত ঢাকায় ফিরে এসে গণভবনে যান। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত দেড় শতাধিক কর্মকর্তা শেখ হাসিনা সরকার ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণার অনুষ্ঠানের পর শেখ হাসিনা এই চার নেতার সঙ্গে একান্তে কথা বলবেন বলে জানা গেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে চার প্রভাবশালী নেতাদের মধ্যে দু’জন জনকণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের সান্ত¡না দিয়ে বলেছেন, মন খারাপ করো না। আমি যা করেছি দলের ভালর জন্যই করেছি। তোমরা আমার সঙ্গে থাক, দলের জন্য কাজ করে যাও। তোমাদের বিষয়গুলো আমি দেখব’। সূত্র জানায়, জবাবে ওই চার কেন্দ্রীয় নেতাই দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে দল নৌকার প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থীর বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
×