ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌকা প্রতীকে চূড়ান্ত মনোনয়নের চিঠি পেলেন ১৪ দলের প্রধান দুই শরিক

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ নভেম্বর ২০১৮

নৌকা প্রতীকে চূড়ান্ত মনোনয়নের চিঠি পেলেন ১৪ দলের প্রধান দুই শরিক

বিশেষ প্রতিনিধি ॥ নৌকা প্রতীকে চূড়ান্ত মনোনয়নের চিঠি নিলেন ১৪ দলের প্রধান দুই শরিক দল জাসদ (আম্বিয়া) ও তরিকত ফেডারেশনের চার প্রার্থী। চূড়ান্ত মনোনয়নের চিঠিপ্রাপ্তরা হলেনÑ জাসদের (আম্বিয়া) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, মইন উদ্দীন খান বাদল এমপি, তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি ও দলটির সদস্য আনোয়ার হোসেন খান। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে নজিবুল বশর মাইজভান্ডারী ও আনোয়ার খানের পক্ষে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী। আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী বলেন, ‘১৪ দলের শরিক হিসেবে তরিকত ফেডারেশন দুটি আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র পেয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-২ আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং লক্ষ্মীপুর-১ আসনে তরিকত ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেন খানকে মনোনয়নপত্র দেয়া হয়েছে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তাদের হাতে নৌকার চিঠি তুলে দেন।
×