ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘প্রেমের ফাঁদে ফেলে ফাঁসানোয়’ চার নারী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ নভেম্বর ২০১৮

‘প্রেমের ফাঁদে ফেলে ফাঁসানোয়’ চার নারী গ্রেফতার

বিডিনিউজ ॥ মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে আটকে রেখে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চার নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। নগরীর পাঁচলাইশ এলাকা থেকে সোমবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (বন্দর) সূত্রে এ কথা জানা গেছে। গ্রেফতাররা হলো- ফাতেমা বেগম (২৮), মমতাজ আক্তার ওরফে রিসতা (১৮), সাথী আক্তার (১৮), হাজেরা বেগম (৩৪) ও মোঃ রফিকুল ইসলাম (৩৪)। সূত্র জানায়, ‘গ্রেফতাররা প্রতারক চক্রের সদস্য। তারা নিজেরা ও বিভিন্ন মহিলাদের দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সম্পর্কের একপর্যায়ে ওই লোককে তাদের ভাড়া করা বাসায় নিয়ে যায়।’ সেখানে অশ্লীল ভঙ্গিতে মোবাইলে ছবি তোলে ও ভিডিও ধারণ করার পাশাপাশি মারধর করে টাকা দাবি করে। চাহিদামতো টাকা নিয়ে তাদের ছেড়ে দেয়। গোয়েন্দা পুলিশের অপর একটি সূত্র জানায়, বিভিন্ন সময়ে নগরীতে এ ধরনের ঘটনা ঘটছে। তবে অনেকের সম্মানের কথা চিন্তা করে সেগুলো গোপন রাখা হয়। সম্প্রতি এক ব্যক্তিকে এভাবে আটকে রেখে টাকা দাবির পর তিনি এসে গোয়েন্দা কার্যালয়ে অভিযোগ করেন। তার অভিযোগের পর পাঁচলাইশ থানার মুকবুল সওদাগর লেনের রহমান ম্যানশন নামে একটি ভবনে অভিযান চালায় পুলিশ। ভবনের তৃতীয় তলার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
×